টুইটে 'মানহানিকর' মন্তব্য, বাবুলকে আইনি নোটিস অভিষেকের

'আমি নিশ্চিত যে এটি অজ্ঞতা এবং অহংকারের কারণে করা হয়েছে। কারও নাম করিনি কিন্তু ‘‌ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি’‌। প্রতিক্রিয়া কিন্তু আসবেই।’‌

'আমি নিশ্চিত যে এটি অজ্ঞতা এবং অহংকারের কারণে করা হয়েছে। কারও নাম করিনি কিন্তু ‘‌ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি’‌। প্রতিক্রিয়া কিন্তু আসবেই।’‌

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাবুলকে আইনি নোটিস অভিষেকের

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠালেন তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে 'বিকৃত' ও 'মিথ্যা' তথ্য পরিবেশনের জন্য অভিষেকের তরফে আইনি নোটিস পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ওই টুইট প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে বাবুলকে। একই সঙ্গে নোটিস দেওয়া হয়েছে টুইটার কর্তৃপক্ষকেও। এই আইনি নোটিসকে 'শিশুসুলভ' বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবল সুপ্রিয়।

Advertisment

মহালয়ার দিন ফেসবুক লাইভে বক্তব্য দেন অভিষেক বন্দ্যোপাদ্যায়। সেখানে তিনি বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীর অমানবিক, অক্লান্ত পরিশ্রমে বাংলার একাধিক প্রকল্প বিশ্ব দরবারে সম্মানিত হচ্ছে।' কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় 'অমানবিক' শব্দটিকে বেছে নিয়ে তৃণমূলকে খোঁচা দেন। অভিষেকের ভিডিওর ওই নির্দিষ্ট অংশ তুলে ধরে বাবুল টুইটারে লেখেছেন, 'মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে— 'অমানবিক মুখ্যমন্ত্রী' আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গিয়েছে। কারণ, যাঁরা এটা শুট করেছে তারাও 'অমানবিক মুখ্যমন্ত্রী' দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে, ভুল করে 'বেরিয়ে' যাওয়া এই সত্যটি ধরতেই পারেনি।'

18, 2020

Advertisment

বাবুল সুপ্রিয়র এই টুইট ঘিরে নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়। তারপরই মানহানির অভিযোগে শনিবারই বাবুল সুপ্রিয়কে ওই নোটিস পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর তরফে।

আইনি নোটিসে উল্লেখ, '১৮ সেপ্টেম্বর আপনি আপনি (বাবুল সুপ্রিয়) আমার মক্কেল (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন। এতে রাজ্য সরকারেরও সম্মানহানি হয়েছে। আপনার জ্ঞাতার্থে জানাই টুইটের বিবরণ অংশটি মিথ্যা এবং অসত্য। আমার মক্কেল সম্পর্কে আপনার (বাবুল সুপ্রিয়) মিথ্যা মন্তব্যে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছেছে। যা মানহানির প্রচেষ্টা। আপনার টুইটের ফলে আমার মক্কেলের সামাজিক মর্যাদা, খ্যাতি ও সম্মানের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।'

publive-image আইনি নোটিসের অংশ বিশেষ

এই আইনি নোটিসকে 'শিশুসুলভ' বলে পাল্টা টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবল সুপ্রিয়। টুইটে তিনি লিখেছেন, ‘‌বাংলায় একজন বড় বাচ্চা রয়েছে যে আমাকে আইনি ভাষায় লেখা প্রেমপত্র পাঠায়। আমি নিশ্চিত যে এটি অজ্ঞতা এবং অহংকারের কারণে করা হয়েছে। কারও নাম করিনি কিন্তু ‘‌ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি’‌। প্রতিক্রিয়া কিন্তু আসবেই।’‌

19, 2020

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Mamata Banerjee Babul Supriyo Abhijit Banerjee