তৃণমূলের নজরে ত্রিপুরা। আজই আগরতলায় সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পুলিশ প্রশাসন সভাস্থল বদলের নির্দেশ দিলেও হাইকোর্টের রায়ে শেষ পর্যন্ত রবীন্দ্র ভবন চত্বরেই হবে সেই সভা। এতে উচ্ছ্বসিত ঘাস-ফুল শিবির। বিজেপির দাবি, স্থানীয়দের সমর্থন নেই তৃণমূলের সঙ্গে। তাই বাংলা থেকে দলীয় কর্মীদের নিয়ে গিয়ে সভায় ভিড় জমাতে মরিয়া এ রাজ্যের শাসক দল। এমনকী সেখানে হাজির করানো হয়েছে ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে নাম থাকা তৃণমূল নেতাও। এ নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী।
টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'ত্রিপুরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভে ডায়মন্ড হারবারের সরিষার শামিম আহমেদকে দেখা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাঁর নাম জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ রয়েছে। তৃণমূলের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন ত্রিপুরাবাসী, তাই তৃণমূলের দাগীরা আপাতত রাজনৈতিক পর্যটনের মাধ্যমে সেরাজ্যে ভিড় বাড়াবে।' আগরতলায় তৃণমূলের অবস্থান বিক্ষোভে রয়েছেন শামিম আহমেদ, সেই ছবিও টুইটে তুলে ধরেছেন শুভেন্দুবাবু।
করোনাকালে আগরতলাররবীন্দ্র ভবনের সামনে সভায় প্রথমে অনুমতি দেয় পুলিশ প্রশাসন। পরে বেশি জনসমাগম হতে পারে, এই আশঙ্কা থেকেই সভার স্থান বদলের নির্দেশ দেয় পুলিশ। পুলিশ জানায় তৃণমূলের সভাস্থল আস্তাবল মাঠে সরিয়ে নিতে হবে। শেষ মুহূর্তে পুলিশের এই নির্দেশ ঘিরে তৃণমূল শিবিরের চরম অসন্তোষ দানা বাঁধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচালে বিজেপি সরকার ‘ষড়যন্ত্র’ করছে বলে দাবি করে ঘাস-ফুল শিবির। মঞ্চ খুলতে গেলে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের বচসা হয়। রবীন্দ্রভবনের সামংনেই অবস্থানে বসেন দলের কর্মী, নেতারা।
আরও পড়ুন- আদালতে বড় ধাক্কা বিপ্লব দেব প্রশাসনের, আজ রবীন্দ্রভবন চত্বরেই হবে অভিষেকের সভা
ত্রিপুরায় দলীয় সাংসদ, নেতা, কর্মীদের উপর হামলার প্রতিবাদে সোচ্চার তৃণমূল। আজ আগরতলার রবীন্দ্র ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করে তৃণমূল নেতৃত্ব। করোনাকালে আগরতলার রবীন্দ্র ভবনের সামনে সভায় প্রথমে অনুমতি দেয় পুলিশ প্রশাসন। পরে বেশি জনসমাগম হতে পারে, এই আশঙ্কা থেকেই সভার স্থান বদলের নির্দেশ দেয় পুলিশ। পুলিশ জানায় তৃণমূলের সভাস্থল আস্তাবল মাঠে সরিয়ে নিতে হবে। শেষ মুহূর্তে পুলিশের এই নির্দেশ ঘিরে তৃণমূল শিবিরের চরম অসন্তোষ দানা বাঁধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচালে বিজেপি সরকার ‘ষড়যন্ত্র’ করছে বলে দাবি করে ঘাস-ফুল শিবির। মঞ্চ খুলতে গেলে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের বচসা হয়। রবীন্দ্রভবনের সামনেই অবস্থানে বসেন দলের কর্মী, নেতারা। সেখানেই শামিম আহমেদ ছিলেন বলে ছবিতে তুলে ধরেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন