'বাংলায় ইউপি-বিহার মডেল চলবে না', BJP নেতৃত্বর বিরুদ্ধে সরব রূপাও
বৃহস্পতিবার সকাল থেকে রূপার একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। নাম না করে এদিন তিনি ঠাণ্ডা ঘরে বসে দলীয় নেতাদের অবস্থান বিক্ষোভের প্রতিবাদ করেন।
বৃহস্পতিবার সকাল থেকে রূপার একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। নাম না করে এদিন তিনি ঠাণ্ডা ঘরে বসে দলীয় নেতাদের অবস্থান বিক্ষোভের প্রতিবাদ করেন।
তথাগত রায়ের পর এবার রূপা ভট্টাচার্য। বঙ্গ ভোট বিপর্যয়ে নেতৃত্বের অদূরদর্শিতার প্রতিবাদে সরব হলেন এই অভিনেত্রী। গত দু’দিনে বাংলার ভোটে পদ্ম শিবিরের অপ্রত্যাশিত ফলের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন প্রবীণ রাজনীতিবিদ তথাগত রায়। দলীয় প্রার্থীদের টিকিট বণ্টন নিয়েও সরব এই প্রবীণ নেতা। এবার খানিকটা সেই পথেই হাঁটলেন গ্ল্যামার জগত থেকে রাজনীতিতে পা রাখা অভিনেত্রী রূপা।
Advertisment
বৃহস্পতিবার সকাল থেকে রূপার একটি জোড়া ট্যুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নাম না করে এদিন তিনি ঠাণ্ডা ঘরে বসে দলীয় নেতাদের অবস্থান বিক্ষোভের প্রতিবাদ করেন একটি ট্যুইটে। তিনি লেখেন, ‘বর্গী এল দেশে। বুলবুলিরা ধান খেয়ে চলে গেল। তার খাজনা এখন কর্মীরা দিচ্ছে।‘ তাঁর সংযোজন, ‘ঠাণ্ডা ঘরে রাজ্য নেতারা ধর্না দিচ্ছেন। যাঁদের আশেপাশে এত সিকিওরিটি তাঁরা কেন ঘরে? পদাধিকারী? এমপি, এমএলএ? আর কোথায় দলে থেকে মানুষের জন্য কাজ করতে না পারা হেরো প্রার্থীরা।‘
এদিন তাঁর এই পোস্ট সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রূপা বলেন, ‘একটা কথা আছে কথার দোষে বার্তা নষ্ট। আমি যেটা বলতে চেয়েছি তাঁর ব্যাখ্যা আমার মুখে বসানো যাবে না।‘ এই প্রসঙ্গে দলের কাছে নিজের অবস্থান প্রসঙ্গে নিজের আরও একটা ট্যুইটের প্রসঙ্গ উল্লেখ করেন এই অভিনেত্রী। সেই ট্যুইটে তিনি লেখেন, ‘বাংলার জন্য সংগঠিত রাজনৈতিক কৌশল প্রয়োজন। ইউপি, বিহার মডেল এখানে চলবে না। আত্মসমালোচনা করে ত্রুটি সংশোধন করে নতুন করে শুরু করতে হবে।‘
দেখুন সেই ট্যুইট:
এদিকে, তথাগত ট্যুইট ঘিরে খানিকটা বিপাকে বিজেপি নেতৃত্ব তাঁকে দিল্লিতে তলব করেছে। এখন দেখার নাড্ডা-শাহরা শুধু সতর্ক করেই প্রবীণ ওই বিজেপি নেতাকে ছেড়ে দেন, না বড় কোনও পদক্ষেপ করেন।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন