Gautam Adani: আদানি এখনও কেন জেলের বাইরে? অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত...! শিল্পপতির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিপ্তে মোদী সরকারকে বিঁধে গর্জে উঠলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার জাতীয় রাজনীতি।আমেরিকায়, তাঁর বিরুদ্ধে ২২০০ কোটি জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। এরপরই আসরে বিরোধীদল নেতা রাহুল গান্ধী। আদানির বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরই সাংবাদিক সম্মেলন করে তাঁকে গ্রেফতারের দাবি জানান রাহুল। তিনি বলেন, আমেরিকা যে তদন্ত পরিচালিত করেছে তাতে দেখা গিয়েছে, তিনি কেবল আমেরিকা নয়, ভারতেরও আইন ভঙ্গ করেছেন।
সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে ২২০০ কোটিরও বেশি ঘুষের প্রস্তাব, গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের বিপুল পরিমাণ টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর-সহ মোট ৭ জনের বিরুদ্ধে। এরপরই লোকসভার বিরোধী দল নেতা নেতা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে তাকে গ্রেফতারের দাবি জানান। গান্ধী গৌতম আদানির অভিযোগ সামনে আসার পরও তিনি কীভাবে অবাধে ঘুরে ফিরে বেড়াচ্ছেন সাংবাদিক সম্মেলনে সে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।
তিনি বলেন, আদানির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। আমরা প্রতিনিয়ত প্রশ্নগুলিকে সংসদে উত্থাপন করছি। কিন্তু, আদানির বিরিদ্ধে কোনো তদন্ত হয়নি, কেন সরকার তাকে রক্ষা করছে। রাহুল এদিন আরও বলেন, আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হয়েছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের আইন ভঙ্গ করেছেন। যেখানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ১০-১৫ কোটি টাকা কালেঙ্কারির জন্য জেলে যেতে হয় সেখানে আদানি কীভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। আমরা অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
দুর্দান্ত লুক, চোখধাঁধানো স্টাইল, সেরার সেরা বাইক Royal Enfield Goan Classic 350-এর লঞ্চ কবে?
সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী শুধু গৌতম আদানিই নয়, সেবি প্রধান মাধবী পুরি বুচকেও অভিযুক্ত করেন। তিনি বলেন, আমরা আগেই বলেছি যে তিনি এসব কেলেঙ্কারির মূল চক্রী। তাকেও পদ থেকে অপসারণের দাবি জানান বিরোধী দল নেতা। তিনি আরও বলেন, তাঁকে তার পদ থেকে না সরানো হলে ভবিষ্যতে কেবল বড় বিনিয়োগকারীরাই সুরক্ষিত থাকবেন। ছোট বিনিয়োগকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমেরিকায় বড়সড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। আমেরিকায় গৌতম আদানিসহ ৭ জনের বিরুদ্ধে ২২০০কোটি টাকা জালিয়াতি ও ঘুষের অভিযোগ উঠেছে। সৌর শক্তির বরাত পেতেই এই বিপূল পরিমাণ টাকা সরকারি আধিকারিকদের বিপুল পরিমাণ টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে।
সামনে এল RBI গর্ভনরের ডিপফেক ভিডিও, বিনিয়োগ নিয়ে নির্দেশ জারি কেন্দ্রীয় ব্যাঙ্কের
শুধু গৌতম আদানিই নন, তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধেও সরকারি আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। এই ইস্যুতে সরকারকে এবার সরাসরি নিশানা করেছেন বিরোধীরা।