Advertisment

রথের রশিতে টান দিতে এবার সুপ্রিম কোর্টে বিজেপি

রথযাত্রা কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। এই আশঙ্কাতেই আগেভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন দিলীপ ঘোষরা।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

রথের রশিতে টান দিতে মরিয়া বিজেপি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। রথযাত্রা নিয়ে শীর্ষ আদালতে শনিবার ক্যাভিয়েট দাখিল করল রাজ্য বিজেপি নেতৃত্ব। রথযাত্রা কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। এই আশঙ্কাতেই আগেভাগে ক্যাভিয়েট দাখিল করলেন দিলীপ ঘোষরা।

Advertisment

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘আমরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছি। বাংলার সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে। তাই আমরা ক্যাভিয়েট দাখিল করলাম।’’ দিলীপের দাবি, এ রাজ্যে রথযাত্রা কর্মসূচি করতে দিতে চায় না সরকার। তাঁর আশঙ্কা, ‘‘সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে।’’

আরও পড়ুন, কোচবিহারে সভা করার অভিযোগে দিলীপ ঘোষদের বিরুদ্ধে মামলা

গত শুক্রবার কোচবিহারে রাজ্য বিজেপির প্রথম রথযাত্রা কর্মসূচি ছিল। প্রশাসনের অনুমতি না মেলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। এরপর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় গেরুয়াবাহিনী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বিজেপি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় আদালত।

শনিবার জয়প্রকাশ মজুমদার ও মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল সরকারকে চিঠি লিখে জানায় যে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রথযাত্রা কর্মসূচি নিয়ে তাঁরা আলোচনায় বসতে রাজি। সংবাদসংস্থা পিটিআই-কে এ প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘‘কলকাতা হাইকোর্টের নির্দেশে ১২ ডিসেম্বরের মধ্যে যে কোনও সময়ে আলোচনায় বসতে রাজি বিজেপি।’’

supreme court bjp dilip ghosh
Advertisment