বিজেপিতে বড়সড় রদবদল। দিল্লি বিজেপির সভাপতি পদ থেকে সরানো হল মনোজ তিওয়ারিকে। তাঁর জায়গায় দিল্লি বিজেপির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হল প্রাক্তন মেয়র আদেশ কুমার গুপ্তাকে। বর্তমানে ওয়েস্ট পটেল নগর ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন আদেশ কুমার গুপ্তা। স্ট্য়ান্ডিং কমিটির সদস্য়ও তিনি। ২০১৮ সালে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন গুপ্তা।
উল্লেখ্য়, গত বছর লোকসভা নির্বাচনে দিল্লিতে দলের ভরাডুবির পর ইস্তফা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মনোজ তিওয়ারি। চলতি বছরে দিল্লি নির্বাচনেও মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দিল্লি বিজেপি দুরমুশ হয়েছে।
আরও পড়ুন: বিজেপির নতুন রাজ্য কমিটিতে গুরুত্ব বাড়ল লকেট-অর্জুন-সৌমিত্রর
এদিন, টুইটারে দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি লিখেছেন, ''৩ বছর ৬ মাস বিজেপি সভাপতি হিসেবে কাজ করেছি, অনেক ভালবাসা পেয়েছি। এজন্য় সমস্ত কর্মী-নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই''। একইসঙ্গে নতুন সভাপতিকেও অভিনন্দন জানিয়েছেন তিওয়ারি।
দলের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, পুরভোটকে মাথায় রেখেই এই বদল করা হয়েছে। দিল্লির তিন পুরসভাই পদ্মবাহিনীর দখলে রয়েছে। ২০২২ সালে দিল্লিতে পুরভোট। দলের শীর্ষ নেতাদের একাংশের সংঘাত সামলানো অন্য়তম বড় চ্য়ালেঞ্জ গুপ্তার।
২০১৭ সালে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন গুপ্তা। তখন থেকে বিজেপি যুব মোর্চার সদস্য় ছিলেন তিনি। আরএসএস-এর ঘনিষ্ঠ বলেও পরিচিত গুপ্তা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন