Advertisment

লোকসভায় কংগ্রেসের দলনেতা বাংলার অধীর চৌধুরী

অধীর চৌধুরী আগে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ সামলেছেন। এছাড়া ইউপিএ আমলে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন।  

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বহরমপুরের অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা

লোকসভার সচিবের কাছে কংগ্রেসের দলনেতা হিসেবে অধীর চৌধুরীর নাম পাঠানো হয়েছে বলে জানতে পেরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

Advertisment

বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে এদিন সংসদের কোর কমিটির দীর্ঘ বৈঠকের পর দলনেতা নির্বাচিত করা হয়। ওই বৈঠকের সভাপতিত্ব করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

কংগ্রেস এবার রাজ্য় থেকে দুটি  আসন পেয়েছে। তার মধ্যে একটিতে বহরমপুর থেকে জিতেছেন অধীর চৌধুরী। ১৯৯৯ সাল থেকে তিনি এ আসনে কংগ্রেসের হয়ে জিতে আসছেন। অধীর চৌধুরী আগে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ সামলেছেন। এছাড়া ইউপিএ আমলে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন।

এ পদের জন্য় অধীর চৌধুরী ছাড়াও নাম উঠেছিল প্রবীণতম কংগ্রেস সাংসদ কোডিক্কুন্নিল শেখ এবং শশী থারুরের। গতবারের লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন মল্লিকার্জুন খাড়্গে। এবার তিনি ভোটে হেরে গিয়েছেন।

CONGRESS
Advertisment