/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/adhir-protest-759.jpg)
কংগ্রেসের বিক্ষোভ। ছবি: পরাগ মজুমদার।
অধীর চৌধুরীর বাসভবন লাগোয়া দফতরে দুষ্কৃতী হামলার প্রতিবাদে গর্জে উঠল মুর্শিদাবাদ। দিল্লির হুমায়ুন রোড সংলগ্ন অধীরের বাসভবনে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা। এদিন জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জেলার সদর শহর বহরমপুরে অধীর চৌধুরীর রাজনৈতিক সচিব তথা জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের নেতৃত্বে টাউন কংগ্রেসের পক্ষ থেকে শহরব্যাপী বিক্ষোভ মিছিলে অংশ নেন বহু কর্মী।
পাশাপাশি বেলডাঙার মোড়ে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে জেলার উত্তর প্রান্ত জঙ্গিপুরেও। সেখানেও দলীয় কর্মীরা দফায় দফায় বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: ‘সারাক্ষণ ঝগড়া করছে!’ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাগে অগ্নিশর্মা মমতা
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সাংসদের বাসভবন সংলগ্ন দফতরে হামলার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। জানা গিয়েছে, কয়েকজন ব্যক্তি প্রথমে অধীরের সঙ্গে দেখা করার জন্য হাজির হন। সে সময় অধীর না থাকায় তাঁর দফতর থেকে সাক্ষাৎপ্রার্থীদের যোগাযোগের নম্বর জমা দিতে বলা হয়। অভিযোগ, নাছোড়বান্দা ওই সাক্ষাৎপ্রার্থীরা কোনওভাবেই অধীরের সঙ্গে সরাসরি ফোনে কথা না বলে এলাকা ছাড়তে চাননি। আর এই নিয়েই অধীরের দফতরের নিরাপত্তারক্ষী ও অফিস কর্মীদের সঙ্গে ওই সাক্ষাৎপ্রার্থীদের প্রথমে বচসা পরে বাক-বিতণ্ডা বাধে। এরপর মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে দফতর চত্বর। অফিসের নানা দলিল-দস্তাবেজ কাগজপত্র তছনছ করা হয় বলে অভিযোগ উঠেছে। রক্ষীরা বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে হাতাহাতি বেধে যায় হামলাকারীদের।এই খবর পেয়ে সাংসদ পুরো ঘটনা বিস্তারিতভাবে পুলিশকে জানান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন