Advertisment

‘মোদীর হাতে তির ধরান ধনকড়, যাকে ইচ্ছে উড়িয়ে দেবে’

অধীর বলেন, ‘‘রাজ্যপালের এমন অলীক মন্তব্য রাজ্যের কাছে দুর্ভাগ্যের’’।

author-image
IE Bangla Web Desk
New Update
wb governor jagdeep dhankhar, রাজ্যপাল জগদীপ ধনখড়, জগদীপ ধনকড়, ধনখড়, adhir ranjan chowdhury, অধীর চৌধুরী, অধীর, অধীর চৌধুরীর খবর, adhir chowdhury, adhir chowdhury news, adhir chowdhury latest news, অধীর চৌধুরীর খবর, adhir, অধীর, প্রধানমন্ত্রী মোদী, মোদি, pm modi, ধনকর, রামায়ণ , মহাভারত, অর্জুন, অর্জুনের তিরে পরমাণু শক্তি, jagdeep dhankhar, jagdeep dhankhar news, dhankar রাজ্যপালের আজব তত্ত্ব, ধনকড়ের আজব দাবি, অর্জুনের তিরে পরমাণু অস্ত্র রয়েছে, উড়ন্ত যান, বিতর্কে রাজ্যপাল

প্রধানমন্ত্রী ও রাজ্যপাল।

‘অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল’, রাজ্যপালের এহেন মন্তব্যে তুমুল শোরগোল। এই আবহে এবার জগদীপ ধনকড়কে বিঁধলেন অধীর চৌধুরী। ‘মোদীর হাতে তির দিয়ে দিক ধনকড়, যাকে ইচ্ছে উড়িয়ে দেবে’, এ ভাষাতেই বাংলার রাজ্যপালকে নিশানা করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। একইসঙ্গে অধীর বলেন, ‘‘রাজ্যপালের এমন অলীক মন্তব্য রাজ্যের কাছে দুর্ভাগ্যের’’।

Advertisment

ঠিক কী বলেছেন অধীর চৌধুরী?

বুধবার বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, ‘‘উনি তো বিজেপিরই লোক। যে বাংলায় ৪ জন নোবেল পেয়েছে, সেখানকার রাজ্যপাল যদি এমন গল্প করেন, অলীক কথাবার্তা বলেন, সেটা রাজ্যের কাছে দুর্ভাগ্যের। আমি ধনকড়কে বলব, নরেন্দ্র মোদীর হাতে তির দিয়ে দিতে। যাকে ইচ্ছে উড়িয়ে দেবে, ঝামেলা করার কী আছে! আমাদের সেনাবাহিনীর দরকার নেই, গবেষণা করার দরকার নেই। একেকটা তির ছাড়বে প্রধানমন্ত্রীর দফতর থেকে, পাকিস্তান উড়ে যাবে, আফগানিস্তান উড়ে যাবে, যাকে মনে করবে তাদের উড়িয়ে দেবে’’।

আরও পড়ুন: ‘দভিন্দর সিং না হয়ে খান হলে কী হতো?’ গেরুয়া বাহিনীকে প্রশ্ন অধীরের

ভিডিও- উৎসব মণ্ডল।

ঠিক কী বলেছিলেন রাজ্যপাল?

মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপালকে বলতে শোনা যায়, ‘‘বিংশ শতাব্দী নয়, উড়ন্তযানের কথা বলা হয়েছে রামায়ণে। মহাভারতের সঞ্জয়ের মুখে একথা শোনা গিয়েছে’’। এতেই থামেননি ধনকড়। এরপরই রাজ্যপাল বলেন, ‘‘অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল। ভারতকে উপেক্ষা করা যাবে না’’। রাজ্যপালের এমন আজব দাবি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

PM Narendra Modi
Advertisment