Advertisment

পাহাড়ে গুরুংয়ের মুখে মমতার প্রশংসা, বিঁধলেন বিজেপিকে, হুঙ্কার তামাংদের

'অমিত শাহ আশ্বাস ছাড়া কিছুই দেননি। বিশ্বাসভঙ্গ করেছেন। বিজেপি শুধু গুরুংকে নয়, গোটা গোর্খা জাতিকে ১২ বছর ধরে ধোঁকা দিয়েছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রায় সাড়ে তিন বছর পর পাহাড়ে নিজের খাসতালুক দার্জিলিংয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরক প্রশংসা করে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গে’র অভিযোগ আনলেন গুরুং। বললেন, বিজেপি গোর্খা জাতিকে ‘ধোঁকা’ দিয়েছে। একই সঙ্গে, এ দিন তাঁর প্রতিপক্ষ শিবিরের দুই নেতা বিনয় তামাং ও অনীত থাপাকে ১৫ দিনের মধ্যে পাহাড় ছাড়তে বলেছেন। এতদিন পর পাহাড়ে ফেরা বিমলকে যেন খানিকটা পুরনো মেজাজেই পাওয়া গেল বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।

Advertisment

পাহাড়ের চকবাজারের সভায় এ দিন গুকুর বলেন 'তিনি বলেন, 'অমিত শাহ আশ্বাস ছাড়া কিছুই দেননি। বিশ্বাসভঙ্গ করেছেন। কেন্দ্র ও রাজ্যের বাকি বিজেপি নেতারাও তাই। বিজেপি শুধু গুরুংকে নয়, গোটা গোর্খা জাতিকে ১২ বছর ধরে ধোঁকা দিয়েছে। বিজেপি ভাবছে আমাদের ধরে উত্তরবঙ্গের ৪৯ আসন জিতবে। কিন্তু এবার আর তা হবে না। মমতাকেই তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী বানাব।'

পাহাড় রাজনীতিতে গুরুং বিরোধী বিনয় তামাং, অনীত থাপাদের পাহাড় ছাড়ার জন্য ১৫ দিন সময় দিয়েছেন বিমল। পাল্টা গুরুং বিরোধী মিছিলের ডাক দিয়েছেন বিনয় তামাংরা। ফলে আগামী দিনে পাহাড়ে কতদিন আর শান্তি থাকবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে পাল্টা আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ‘ঢাল’ হয়ে আসন্ন বিধানসভা ভোটে অন্তত ১৮টি আসন তৃণমূলকে জেতানোর ব্যবস্থা করছেন বলেও জানিয়েছেন বিমল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Mamata Banerjee Bimal Gurung
Advertisment