খালিস্তানপন্থী ধর্মপ্রচারক ও ওয়ারিস পঞ্জাব দে-এর প্রধান অমৃতপাল সিংকে অসমের ডিব্রুগড় জেলে আনা হল। রবিবার সকালেই পঞ্জাবের মোগা জেলা থেকে অমৃতপালকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। অমৃতপালের কয়েকজন সঙ্গীকে আগেই ডিব্রুগড় জেলে আনা হয়েছিল। তারপর থেকে এই জেলের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। পিটিআই সূত্রে খবর, দুপুর ২টো ২০ নাগাদ অমৃতপালকে ভাতিন্দা থেকে ডিব্রুগড় জেলে আনা হয়। কড়া নিরাপত্তায় তাঁকে বিশেষ কারাগারে বন্দি রাখা হয়েছে। অসম পুলিশের পাশাপাশি পঞ্জাব পুলিশের একটি বিশেষ দলও এই জেলে গিয়েছেন বলেই সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
খালিস্তান আন্দোলনের মাথা নিহত জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের বাড়ি মোগা জেলার রোদ গ্রামে। সেই গ্রামের জনম আস্থান সন্ত খালসা গুরুদ্বারায় ছিলেন অমৃতপাল। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করার কিছুক্ষণ আগে তোলা এক ভিডিওয় অমৃতপাল পঞ্জাব পুলিশকে এড়িয়ে যাওয়া নিয়ে তাঁর সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছিলেন। সেই ভিডিওয় অমৃতপাল জানিয়েছিলেন যে গত একমাসে ভগবন্ত মানের নেতৃত্বাধীন পঞ্জাবের আম আদমি পার্টির সরকারের আসল চেহারাটা প্রকাশ পেয়েছে।
গত ১৮ মার্চ থেকে অমৃতপাল পলাতক ছিলেন। সেই সময় থেকে পঞ্জাব পুলিশ তাঁর, 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের সদস্যদের ধরপাকড় শুরু করেছিল। অমৃতপালের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন এনএসএ-র অধীনে কঠোরভাবে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, অপহরণ, তোলাবাজির মত আধডজনেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। রবিবার অমৃতপাল সিংয়ের গ্রেফতারির পর কেন্দ্র এবং পঞ্জাব সরকারের কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।
আরও পড়ুন- বিজেপিকে ‘মোক্ষম জবাব’ দিতে নির্বাচনের আগে দু’দিনের কর্নাটক সফরে রাহুল গান্ধী
তিনি প্রশ্ন তোলেন, 'কেন্দ্র বা রাজ্য সরকারের কারও সঙ্গে কি অমৃতপাল সিংয়ের কোনও সম্পর্ক আছে? ভারত-বিরোধী প্রচারকারী এবং সন্ত্রাসবাদের সমর্থক অমৃতপাল সিংকে কে পালাতে সাহায্য করেছিল? অমৃতপাল কোথায় লুকিয়ে ছিল? কে তাকে আশ্রয় দিয়েছে? কোথায় ছিল সে? সেই সব শক্তি কি ভারত-বিরোধী নয়? কেন পঞ্জাব পুলিশ, সিবিআই এবং আইবি তা প্রকাশ করছে না? পাকিস্তান বা অন্য কোনও বিদেশি শক্তি কি অমৃতপালকে সমর্থন করছে? কেন সরকার এগিয়ে এসে তা জানাচ্ছে না?'