বাংলার পর বিহারেও তদন্ত সংস্থার আধিকারিকদের ওপর হামলা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি সাংসদ সুশীল মোদী।
বিজেপি সাংসদ সুশীল মোদি বলেছেন যে তিনি আশঙ্কা করছেন যে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের বাংলায় যেভাবে আক্রমণ করা হয়েছিল ঠিকই একই ধাঁচে বিহারেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের আক্রমণ করা হতে পারে।
বিজেপি সাংসদ এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী শনিবার বলেছেন যে তিনি আশঙ্কা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কর্মকর্তারা শুক্রবার বাংলায় যে ভাবে আক্রমণের মুখোমুখি হয়েছেন ঠিকই একই ভাবে বিহারেও সংস্থার আধিকারিকদের ওপর হামলা চালানো হতে পারে। পাশাপাশি বিজেপি সাংসদ অভিযোগ করেছেন যে তদন্ত সংস্থার আধিকারিকদের উপর আরজেডি সমর্থকরা আক্রমণ করবে।
শুক্রবার ইডি অভিযোগ করেছে যে তার আধিকারিকরা উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতার বাসভবনে অভিযান চালাতে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হন। তৃণমূল কংগ্রেস নেতার প্রত্যক্ষ মদতেই এই হামলা চালানো হয় বলেও মনে করছেন ইডি আধিকারিকরা।
এক সাক্ষাৎকারে, সুশীল মোদী জানিয়েছেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য গ্রেফতারের সময় একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তিনি লালু প্রসাদ যাদব এবং তাঁর ছেলে তেজস্বীকে ইডি আধিকারিকদের পয়েন্ট-টু-পয়েন্ট উত্তর দেওয়ার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে একাধিকবার তেজস্বীকে জেরা করে তদন্তকারী সংস্থা।
সুশীল মোদী জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি নিয়ে আরজেডির নিন্দা করেছেন। এদিকে আরজেডি বাংলায় হামলার ষড়যন্ত্রের জন্য বিজেপিকে অভিযুক্ত করেছে এবং রাজ্য সরকারের সুনামকে কলঙ্কিত করার লক্ষ্যে তদন্ত সংস্থার কর্মকর্তাদের উপর "অনুরূপ বিজেপি-পরিকল্পিত" আক্রমণের পূর্বাভাস দিয়েছে।
আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি ইডি কর্মকর্তাদের উপর আক্রমণকে "অ্যাকশনের প্রতিক্রিয়া" হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে বিজেপি নৃশংস কাজের মাধ্যমে ভোটারদের মেরুকরণের চক্রান্ত তৈরি করছে।