লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এর আগে আনন্দ বিহার স্টেশনে কুলির বেশে দেখা গিয়েছিল। বুধবার, রাহুল গান্ধীর আরেকটি ছবি সামনে এসেছে, যাতে কংগ্রেস সাংসদকে একজন কাঠমিস্ত্রির ভূমিকায় দেখা যায়। রাহুল গান্ধী দিল্লির কীর্তি নগর টিম্বার মার্কেটে পৌঁছে কাঠমিস্ত্রিদের সঙ্গে সময় কাটান। আর সেই ছবি তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার হঠাৎ করেই দিল্লির কীর্তি নগর টিম্বার মার্কেটে পৌঁছেন এবং সেখানে আসবাব তৈরির কারিগরদের কাছ থেকে কাঠের কাজ শিখতে শুরু করেন। কারখানায় কাঠের কাজ করার সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন। রাহুল গান্ধী শুধু এক-দুই নয়, পাঁচ ঘণ্টা এশিয়ার সবচেয়ে বড় ফার্নিচার মার্কেটে এবং কারখানার কারিগরদের সঙ্গে সময় কাটিয়েছে। রাহুল গান্ধী কীর্তি নগর ফার্নিচার মার্কেটের ১৯৮ নম্বর কারখানায় পৌঁছে কাঠের কাজ শেখার চেষ্টা করেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাহুল গান্ধী যখন হঠাৎ সেখানে উপস্থিত হন, কারিগররা তাঁকে দেখে কার্যত অবাক হয়ে যান। রাহুল গান্ধী তাদের সঙ্গে সময় কাটান এবং কাজ নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা সম্পর্কেও জানতে চান কংগ্রেস নেতা।
রমেশ পপলি, যিনি কীর্তি নগর ফার্নিচার মার্কেটের প্রধান তিনি নিজেও একজন কংগ্রেস নেতা এবং কীর্তি নগর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর নেতৃত্বেই রাহুল গান্ধীকে কীর্তি নগর বাজারে ঘুরতে দেখা যায়। তবে, কংগ্রেস নেতা রমেশ পপলি বলেছেন যে রাহুল গান্ধী কারিগর এবং সাধারণ শ্রমজীবী মানুষের বেদনা ও দুর্ভোগ এবং তাদের সমস্যাগুলির বিষয়ে নিয়ে কথা বলতে সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন।
সাংসদ রাহুল গান্ধী তার টুইটার অ্যাকাউন্টে কাঠের কারিগরদের সঙ্গে তার সাক্ষাতের ছবি শেয়ার করে লিখেছেন যে আজ তিনি দিল্লির কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম আসবাবপত্র বাজারে গিয়ে কাঠ মিস্ত্রি ভাইদের সঙ্গে দেখা করেন।
রাহুল গান্ধী, লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতিতে ব্যস্ত। এর আগে তিনি আনন্দ বিহার রেলস্টেশনে পৌঁছে সেখানে কুলির পোশাকে লাগেহ মাথায় দেখা যায় কংগ্রেস নেতাকে। কুলিদের যাবতীয় সুবিধা-অসুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এর আগে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও দিল্লির মুখার্জি নগরে ইউপিএসএসি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়াদের সঙ্গেও দেখা করেন তিনি পড়ুয়াদের কাছ থেকে পরীক্ষার প্রস্তুতি ও অন্যান্য বিষয়ে তথ্য সংগ্রহ করেন।