Advertisment

Arvind Kejriwal Resignation: নিজেকে প্রমাণে মরিয়া কেজরিওয়াল, মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর ছাড়ছেন সকল সরকারি সুবিধাও

Arvind Kejriwal Resignation: দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কেজরিওয়াল। বুধবার আপের তরফে জানানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী পদে পদত্যাগের পর অরবিন্দ কেজরিওয়াল তার জন্য বরাদ্দ সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ছেড়ে দিতে প্রস্তুত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kejrial

মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন কেজরিওয়াল

Arvind Kejriwal Resignation: দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কেজরিওয়াল। বুধবার আপের তরফে জানানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী পদে পদত্যাগের পর অরবিন্দ কেজরিওয়াল তার জন্য বরাদ্দ সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ছেড়ে দিতে প্রস্তুত।  

Advertisment

আপের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়াল পদত্যাগ করেছেন, অরবিন্দ কেজরিওয়াল তার জন্য  সরকার কর্তৃক বরাদ্দ করা সমস্ত সুযোগ-সুবিধা ছেড়ে দেবেন - বাড়ি থেকে জেড প্লাস নিরাপত্তা এবং এমনকী সরকারি গাড়িও" কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রী- মনোনীত হয়েছেন ক্যাবিনেট মন্ত্রী অতীশি। তিনি  স্পষ্ট করেছেন যে "দিল্লির  মুখ্যমন্ত্রী একজনই এবং তাঁর নাম অরবিন্দ কেজরিওয়াল। আমাদের একমাত্র উদ্দেশ্য হবে তাঁকে পুনয়ার নির্বাচনে জিতিয়ে এনে মুখ্যমন্ত্রী পদে বসানো" ।

আরও পড়ুন- মঙ্গলের পর বুধেও জল ছাড়ল ডিভিসি, রাজ্যে বন্যা পরিস্থিতি, নজর নবান্নের

কেজরিওয়ালের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে চলছে তুঙ্গে চর্চা। আপ সূত্রে জানা গিয়েছে , কেজরিওয়াল এখন দিল্লিতে নির্বাচনী প্রচারের দায়িত্ব নেবেন। তিনি ৫ অক্টোবর হরিয়ানা  বিধানসভা নির্বাচনের জন্য দলের হয়ে প্রচারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও দলের সিনিয়র নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংয়ের সঙ্গে থাকবেন।

অতীশি ২-৩ দিনের মধ্যে শপথ নেবেন

মুখ্যমন্ত্রী মনোনীত  অতীশির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভবত তিন থেকে চার দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, সরকারি কর্মকর্তারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন। মঙ্গলবার, আম আদমি পার্টি ঘোষণা করেছে যে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করায় দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী  হচ্ছেন অতীশি। সরকার গঠনের দাবি জানিয়ে অতীশির চিঠি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছে। মুর্মু চিঠিটি গ্রহণ করলে, লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন, একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। শপথ গ্রহণের পরে, ২৬-২৭ সেপ্টেম্বর দিল্লি বিধানসভার একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে অতীশি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ১০ বছর পর কাশ্মীরে বিধানসভা নির্বাচন, উৎসবের আমেজে উপত্যকায় চলছে ভোটদান

Arvind Kejriwal AAP Arvind Kejariwal Kejariwal Government AAP Mla
Advertisment