প্রথমে ঠাকরে এখন সঞ্জয় রাউত! সাভারকারকে নিয়ে মন্তব্যে বিতর্কের আঁচ। আক্রমণে উদ্ধবগোষ্ঠী কংগ্রেসের সঙ্গে পাল্লা দিতে চলেছে? উঠছে প্রশ্ন। সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য প্রসঙ্গে রাহুল গান্ধীকে সতর্ক করেছেন উদ্ধব ঠাকরে। এক বিবৃতিতে তিনি বলেছেন ‘সাভারকারকে নিয়ে কোনও মন্তব্য বরদাস্ত করবে না শিবসেনা’।
রবিবারই এই মর্মে রাহুল গান্ধীকে সতর্ক করেছেন বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব। এদিকে আজ সোমবার রাহুলের মন্তব্য প্রসঙ্গে ফের একবার বিতর্ক উস্কে দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বীর সাভারকারের নাম আমাদের এবং দেশের সকলের কাছে শ্রদ্ধার সঙ্গেই উচ্চারিত হয়, মহারাষ্ট্রের মানুষ এই ধরনের মন্তব্যের উপযুক্ত জবাব দিতে পারে। সাংবাদিক বৈঠকে বিজেপির উদ্দেশে তোপ দেগে রাহুল বলেছিলেন, “আমার নাম সাভারকর নয়, আমার নাম গান্ধী। গান্ধী কখনও কারও কাছে নতিস্বীকার করে না।” রাহুলের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়।
উদ্ধব ঠাকরের পর সঞ্জয় রাউতও সাভারকার নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিবাদ করেছেন। সঞ্জয় রাউত বলেছিলেন যে “বীর সাভারকর আমাদের এবং দেশের সকলের কাছেই এক আবেগ, শ্রদ্ধার সঙ্গে সাভারকারের নাম উচ্চারিত হয় রাহুলের মন্তব্য প্রসঙ্গে রাউত বলেন, মহারাষ্ট্রের মানুষ এই ধরনের মন্তব্যের উপযুক্ত জবাব দিতে পারে। আমরা আপনার সঙ্গে আছি কিন্তু বীর সাভারকর আমাদের অনুপ্রেরণা”। বীর সাভারকার সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্যকে ভুল বক্তব্য বলে অভিহিত করেছেন সঞ্জয় রাউত।
সঞ্জয় রাউত আরও বলেন সাভারকর আমাদের অনুপ্রেরণা। আমাদের লড়াইয়ের পিছনে ছত্রপতি শিবাজি মহারাজ এবং বীর সাভারকর। এছাড়াও সঞ্জয় রাউত বলেন, ‘আমি এই বিষয়ে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলব’। সঞ্জয় রাউতের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে বলেছিলেন যে আমরা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে লড়াইয়ে আপনার সঙ্গে আছি তবে বীর সাভারকারের বিরুদ্ধে একটি শব্দও সহ্য করা হবে না। খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি রাহুল গান্ধীকে। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েও ঠাকরে বলেন “কোন ভাবেই সাভারকারের অপমান আমরা বরদাস্ত করব না”।
উদ্ধব ঠাকরে আরও বলেন, ‘সাভারকারের বিরুদ্ধে একটি মন্তব্যও সহ্য করা হবে না”। সুরাটের একটি আদালতে ২০১৯ সালের মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার একদিন পর শুক্রবার রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল করা হয় এরপরই এক সংবাদ সম্মেলনে সাভারকারের প্রসঙ্গ টেনে আনেন রাহুল গান্ধী। সাভারকারকে (বিনায়ক দামোদর সাভারকর) নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যের পর মহারাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।