স্বেচ্ছাবসর নিয়েই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ ইডি-কর্তার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যুগ্ম অধিকর্তা রাজেশ্বর সিং আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। ২-জি কেলেঙ্কারি, সাহারা মামলা, সিডব্লিউজি মামলা, এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি মামলা, আইএনএক্স মিডিয়া-সহ একাধিক হাই প্রোফাইল মামলার তদন্তকারী অফিসার ছিলেন রাজেশ্বর সিং। আগেই স্বেচ্ছাবসর নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। সোমবার তিনি জানান তাঁর সেই আবেদনপত্র গ্রহণ করেছে অর্থমন্ত্রক। তারপরেই রাজনীতিতে যোগ দিতে চান বলে জানিয়েছন কেন্দ্রীয় সংস্থার এই পদস্থ কর্তা।
টুইটে এনফোর্সমেন্ট জিরেক্টরেটের যুগ্ম অধিকর্তা রাজেশ্বর সিং লিখেছেন, ''২৪ বছরের এই পথ চলা থেমে গেল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা এসকে মিশ্রকে ধন্যবাদ জানাই।'' তিনি জানিয়েছেন, এতদিনে যা তিনি শিখেছেন এবার তা মানুষের সেবায় এবং দেশের অখণ্ডতা রক্ষায় কাজে লাগাতে চান তিনি।
এদিকে, সূত্র মারফত জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে পাকাপাকিভাবে বিজেপিতেই যোগ দিতে চলেছেন রাজেশ্বর সিং। কেন্দ্রের শাসকদলের নেতাদের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ভালো ছিল মোদী সরকারের বিদায়ী এই কর্তার।
আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রী মমতা সম্পর্কে ব্যক্তিগত সর্বোচ্চ শ্রদ্ধা অটুট’, ফের টুইট রাজ্যপাল ধনকড়ের
একটি সূত্র জানাচ্ছে রাজেশ্বর সিং আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়ার চেষ্টা শুরু করে দিয়েছেন। সুক্তানপুর থেকে বিজেপির টিকিট পাওয়ার জন্যও চেষ্টা চালাচ্ছেন তিনি।
২০১৪ সালেও সিং আমরোহা থেকে টিকিট পাওয়ার জন্য জোরদার চেষ্টা চালিয়েছিলেন। টুইটের সঙ্গে একটি চিঠিতে রাজেশ্বর সিং জানিয়েছেন, শৈশব থেকেই তিনি তাঁর পিতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন পুলিশ অফিসার রণবাহাদুর সিংয়ের পথেই হাঁটতে চেয়েছেন।
জাতীয়তাবাদী রাজনীতিই জাতির সেবা করার শ্রেষ্ঠ উপায় বলে মনে করেন তিনি। উত্তর প্রদেশ পুলিশে এনকাউন্টার স্পেশালিস্ট ছিলেন রাজেশ্বর সিং। ২০০৭ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যোগ দেন তিনি। ২০১৪ সালে এজেন্সিতে নিযুক্ত হয়েছিলেন তিনি।
Read story in English