নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে আসামে। ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। কার্ফু জারি করেও আন্দোলনকারীদের ক্ষান্ত করা যায়নি। লাগাতার এই বিক্ষোভের জেরে নাগরিকত্ব বিল নিয়ে ১৮০ ডিগ্রি অবস্থান বদল করল বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদ। সদ্য সংসদে পাশ হওয়া আইনের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে অগপ। রবিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে একথা বলেছেন অসম গণ পরিষদের শীর্ষ নেতা রামেন্দ্র কালিতা।
সদ্য সংসদে পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। রাজ্যসভায় ক্যাবের পক্ষেই ভোট দিয়েছিলেন অগপ-র একমাত্র সাংসদ। কিন্তু বিল আইনে পরিণত হতেই বিক্ষোভ শুরু হয় আসামে। পরিস্থিতির গভীরতা বিচার করে সেনা নামাতে হয় প্রশাসনকে। বিক্ষোভকারীদের রোষের মুখে পড়তে হয় এনডিএ শরিক অগপ নেতাদের। ভাঙচুর চলে দলের বিভিন্ন দফতরেও। কার্যত সেই চাপেই অবস্থান বদল বলে কার্যত স্বীকার করে নিয়েছেন অসম গণ পরিষদের শীর্ষ নেতা রামেন্দ্র কালিতা। তিনি বলেছেন, 'আসামে আমরা নাগরিকত্ব আইন লাগু করতে দেব না।ক্যাবের বিরুদ্ধে দল সুপ্রিম কোর্টে আবেদন করবে। দলের প্রতিনিধিরা দ্রুত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাদের বলা হবে ক্যাব সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আসু, জাতীয়তাবাদী যুব ও ছাত্র পরিষদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োগের করতে।'
আরও পড়ুন: এনআরসি-কে সমর্থন নয়, সুর চড়াল এনডিএ শরিক
কিন্তু, ক্যাবের পক্ষেই তো ভোট দিয়েছিল অগপ। তাহলে অবস্থান বদল কেন?
ইন্ডিয়ান এক্সপ্রেসকে অসম গণ পরিষদের শীর্ষ নেতা রামেন্দ্র কালিতা জানিয়েছেন, 'আমরা ক্যাব সমর্থন না করলেও দলের একমাত্রে রাজ্যসভার সাংসদ ওই বিলের পক্ষেই ভোট দিয়েছে। মানুষ আমাদের দলেরর অবস্থান নিয়ে বিভ্রান্ত। যদিও নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে বিজেপি আগেই সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন আদায় করে ফেলেছিল। তাই একটি ভোটে কিছু তফাৎ হত না। কিন্তু, অগপ-এর অবস্থান এবার স্পষ্ট করা হবে এবার।'
এর আগে ২০১৬ সালে ক্যাব ঘিরেই এনডিএ-এর সঙ্গে অসম গণ পরিষদের বিরোধ বেঁধেছিল। বিজেপির সঙ্গ ত্যাগ করে অসমীয়া জাতীয়তাবাদকে পুঁজি করে রাজনীতি করে আসা এই দলটি। লোকসভায় বিলটি পাস হলেও সরকার পক্ষ রাজ্যসভায় আর তা পেশ করতে পারেনি। তারপর অবশ্য ব্রহ্মপুত্র দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ২০১৯ লোকসভা ভোটে ফের এনডিএ জোটে ফিরে আসে অগপ। এবারের ভোটে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় ফিরলে ক্যাবকে আইনে পরিণত করা হবে। সেই নিয়ে অবশ্য টু শব্দটি-ও করেনি অসম গণ পরিষদ। বিল পাসের প্রস্তুতি পর্বেও প্রতিবাদ করেনি আসামের দলটি। তবে দলের অভ্যন্তরে এর বিরোধিতা করেন অগপ-এর আরেক শীর্ষ নেতা প্রফুল্ল কুমার মোহান্ত।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভয়ঙ্কর বিক্ষোভ চলছে আসামে। বেকায়দায় পড়েছে অগপ। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে এখন আইনের লড়াইকেই ঢাল করতে মরিয়া অসম গণ পরিষদ নেতৃত্ব।
Read the full story in English