Advertisment

"প্রতিরক্ষা চুক্তিতে কোনোদিন হস্তক্ষেপ করেননি রাহুল, সোনিয়া কেউই"

দিন দুয়েক আগেই ইডি দিল্লি আদালতকে জানিয়েছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে অভিযুক্ত খ্রিষ্টান মহিলা পুলিশি জিজ্ঞাসাবাদের জবাবে সনিয়া গান্ধীর নাম উল্লেখ করেছেন। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে কংগ্রেসের নাম উঠে আসায় অস্বস্তিতে পড়েছিল এনডিএ-র বিরোধীরা। সেই অস্বস্তি ভোলাতেই মুখ খুললেন ইউপিএ জমানার প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্থনি।  কংগ্রেসের প্রাক্তন এবং বর্তমান সভাপতি কোনোদিন দেশের প্রতিরক্ষাচুক্তিতে নাক গলাননি, বললেন প্রাক্তন মন্ত্রী।

Advertisment

বর্তমান সরকারকে 'মিথ্যের কারখানা' আখ্যা দিয়ে কংগ্রেস নেতা বললেন, "দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি বলতে পারি, রাহুল গান্ধী কিমবা সোনিয়া গান্ধী দেশের প্রতিরক্ষা চুক্তিতে কখনও হস্তক্ষেপ করেননি"।

"যেই মুহূর্তে ইতালি থেকে দুর্নীতির রিপোর্ট এল, সরকার নয়, আমি নিজে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। ইতালিতেই মামলা লড়ার সিদ্ধান্ত নেয় সরকার, আমরা জিতেও গেছিলাম শেষ পর্যন্ত। ৫/৬টি বেশ বড় সংস্থাকে ব্ল্যাকলিস্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এদের মধ্যে মার্কিন, রুশ এবং সিঙ্গাপোরের সংস্থাও ছিল। বর্তমান সরকার এরকম কিছু করেছে?", প্রশ্ন তুলেছেন অ্যান্থনি।

আরও পড়ুন, মুন্ডুতে মোদী! কারণ কি লোকসভা ভোট?

দিন দুয়েক আগেই ইডি দিল্লি আদালতকে জানিয়েছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে অভিযুক্ত খ্রিষ্টান মহিলা পুলিশি জিজ্ঞাসাবাদের জবাবে সনিয়া গান্ধীর নাম উল্লেখ করেছেন।

ইডি-র সরকারি আইনজীবী ডিপি সিং আদালতকে জানিয়েছেন, "অভিযুক্ত শ্রীমতী গান্ধীর নাম নিয়েছিলেন। তদন্তের খাতিরে আমায় প্রশ্ন করতে হয় কোন গান্ধী? আইনজীবী জানিয়েছেন, "প্রমাণ লোপাটের ষড়যন্ত্র করা হচ্ছে"। ইডি-র তরফ থেকে জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে কংগ্রেস বিজেপির মধ্যে এ-ওকে আক্রমণ করা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। "২০১৯-এর লোকসভা মাথায় রেখে চিত্রনাট্য লিখছে বিজেপি", কংগ্রেসের পক্ষ থেকে এমনই তির্যক মন্তব্য করা হয়েছে"। সঙ্গে সঙ্গেই আক্রমণ এসেছে বিজেপি-র তরফ থেকেও, "সত্যি সামনে আসায় সমগ্র জাতির দৃষ্টি এখন একটিই পরিবারের দিকে"।

Read the full story in English

rahul gandhi
Advertisment