Advertisment

কেজরিওয়ালকে গ্রেফতারের নির্দেশ বিজেপির? দাবি ঘিরে চূড়ান্ত শোরগোল

সিজিও কমপ্লেক্সের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal, Arvind Kejriwal delhi excise policy case, Delhi excise policy, Arvind Kejriwal news, Arvind Kejriwal cbi summons, delhi news, bjp, aap, aap on delhi excise policy, delhi news live, aap news, atishi, indian express

সিবিআই দফতরে হাজিরার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অরবিন্দ কেজরিওয়াল।

‘সম্ভবত আমাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে’!  সিবিআই দফতরে হাজিরার আগেই সাংবাদিকদের একথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  দিল্লির কথিত আফগারি দুর্নীতি ইস্যুতে আজ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করেছে সিবিআই। RAF, CRPF সহ দিল্লি পুলিশ মোতায়েন

Advertisment

সিজিও কমপ্লেক্সের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। RAF, CRPF এর পাশাপাশি মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশও। এছাড়া দিল্লি পুলিশের মহিলা টিমও সেখানে মোতায়েন রয়েছে। ব্যারিকেডও বসানো হয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরে। সিবিআই অফিসেই আজ কথিত মদ কেলেঙ্কারিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর সরকারি বাসভবন থেকে সিবিআই সদর দফতরে দিকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় সকাল ১১টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে কেজরিওয়াল বলেন, “দিল্লিতে সর্বাত্মক উন্নয়ন ঘটতে শুরু করেছে, যা দেশের মানুষ ৭৫ বছরেও দেখেনি। দিল্লি ভারতকে স্বপ্ন দেখাতে শুরু করেছে, কিছু দেশবিরোধী শক্তি চায় না ভারতের উন্নয়ন। তবে তাদের চোখরাঙ্গানিতে ভারত থেমে থাকবে না”। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আপ সাংসদ সঞ্জয় সিংও কেজরিওয়ালের সঙ্গে রয়েছেন বলেই খবর।

কেজরিওয়াল আরও বলেন, “ আমাকে সিবিআই ১০০ বার ডাকলেও আমি হাজিরার জন্য যাব”। সিবিআই সদর দফতরে যাওয়ার আগে কেজরিওয়াল তার বাড়ির বাইরে সাংবাদিকদের সম্বোধন করে বলেন, "সিবিআই আজ আমাকে তলব করেছে। আমি তাদের আবেদনে সাড়া দিয়ে সদর দফতরে যাচ্ছি এবং তারা আমাকে যে সমস্ত প্রশ্নের জিজ্ঞাসা করবে আমি সত্যতার সঙ্গে তার উত্তর দিয়ে তাদের সহযোগিতা করব।"সিবিআই দফতরে হাজিরার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অরবিন্দ কেজরিওয়াল।

Kejriwal
Advertisment