/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/alagiri-759.jpg)
এম কে আলাগিরি
একুশের ভোট ঘিরে সরগরম তামিলনাড়ুর রাজনীতিও। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণের এই রাজ্য় রাজনীতিতে বড়সড় চমক দিলেন করুণানিধি-পুত্র এম কে আলাগিরি। সূত্রের খবর, নয়া রাজনৈতিক দল তৈরি করছেন আলাগিরি। এতেই শেষ নয়, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়বে আলাগিরির নয়া রাজনৈতিক দল।
সূত্রের খবর, আলাগিরির নয়া রাজনৈতিক দলের নাম হতে পারে কেডিএমকে। নয়া দলে ফিরতে পারেন আলাগিরি-পুত্র দয়ানিধি। এক সূত্র জানিয়েছেন, ‘‘ডিএমকে-র যুব শাখার তত্ত্বাবধানে যেরকম স্ট্য়ালিন-পুত্র উদয়নিধি রয়েছেন, সেই একইরকম পদ কেডিএমকে-তে পেতে চলেছেন দয়ানিধি’’।
বিধানসভা নির্বাচনে করুণানিধি-পুত্র আলাগিরিকে পাশে পেতে মরিয়া বিজেপি শিবির, যা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: একটু পরেই নীতীশের শপথ, থাকবেন শাহ, বয়কটের সিদ্ধান্ত তেজস্বীদের
রাজ্য় বিজেপি সূত্রে জানা গিয়েছে, জোট আলোচনায় উল্লেখযোগ্য় অগ্রগতি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন আলাগিরি। বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন , চেন্নাইয়ে আগামী ২১ নভেম্বর সম্ভবত শাহ-আলাগিরি সাক্ষাৎপর্ব হতে পারে।
যদিও এ ব্য়াপারে তিনি অবগত নন বলে দাবি করেছেন তামিলনাড়ু বিজেপির প্রধান এল মুরুগান। দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তিনি এ ব্য়াপারে বিশদে জেনে নিশ্চিত করবেন।
এ ব্য়াপারে এখনও আলাগিরির প্রতিক্রিয়া মেলেনি। তবে তাঁর এক ঘনিষ্ঠ জানিয়েছেন যে, দীর্ঘ দিন ধরেই তাঁদের সঙ্গে বিজেপি যোগাযোগ রাখছে। ওই ঘনিষ্ঠের কথায়, ‘‘দীর্ঘদিন ধরে কথা চলছে। পরিবার ও দল থেকে যেভাবে আলাগিরিকে একঘরে করা হয়েছিল, তাতে স্ট্য়ালিনকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আলাগিরির জন্য় এটা একটা সুযোগ...হয়তো শেষ সুযোগ...’’।
এ প্রসঙ্গে ডিএমকে-র এক শীর্ষ নেতা বলেছেন, ‘‘ওঁকে বিজেপিতে যেতে দিন। আলাগিরির কোনও কেন্দ্র নেই, কোনও সমর্থক নেই, টাকা নেই। ১-২ দিনের শিরোনাম বাদে তামিলনাড়ু রাজনীতিতে এর কোনও প্রভাব পড়বে না’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us