দিল্লি বিজয়ের লক্ষ্যে গোটা মোদী-ক্যাবিনেট ঝাঁপিয়ে পড়েছিল বিধানসভা ভোটের প্রচারে। তবে লাভ হয়নি, দিল্লির মসনদ রয়ে গিয়েছে কেজরিওয়ালের দখলেই। আগামী বছরেই দিল্লিতে পুরভোট। তার আগে দলের সাংগঠনিক ফাঁক-ফোকর মেরামতের পাশাপাশি নয়া কৌশল গেরুয়া শিবিরের। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের ঢালাও প্রচার চালাতে নির্দেশ দিল্লির বিজপি নেতৃত্বকে। আগামী বছরের পুরভোটের আগে দিল্লি জুড়ে মোদী সরকারের নানা জনমুখী প্রকল্পের প্রচার তুঙ্গে তুলে ভোট ময়দানে ফায়দা নেওয়ার চেষ্টায় পদ্ম শিবির।
ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের তরফে দিল্লির বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। দিল্লিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন গেরুয়া নেতারা। হরিদ্বারে বিজেপির দু-দিনের বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। সেই অধিবেশনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য, সাংসদ মনোজ তিওয়ারি-সহ বিজেপির একাধিক নেতা। দিল্লিতে দলের কাজকর্ম কীভাবে চলবে তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। কীভাবে বিজেপি বিরোধী দলগুলিকে মোকাবিলায় আরও বেশি সক্রিয় হওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন বিজেপি নেতারা।
হরিদ্বারে অনুষ্ঠিত বিজেপির ওই বৈঠকে উপস্থিত থাকা এক নেতা জানিয়েছেন, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, রাস্তা তৈরি, বদরপুরে ইকো পার্ক সহ রাজধানীতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে বেশ কয়েকটি কাজ হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে রেশন দেওয়া হচ্ছে দিল্লিতে। তবে নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় এই কাজগুলির বাস্তবায়ন সম্পর্কে সাধারণ নাগরিকদের জানানো যাচ্ছে না। বিজেপির আর এক নেতা জানিয়েছেন, দিল্লিতে আসন্ন পুরভোট নিয়ে কথা ছাড়াও বেশ কিছু ইস্যুতে বৈঠকে আলোচনা হয়েছে। আম আদমি পার্টির মোকাবিলা করতে আরও কী কী কৌশল দলের তরফে নেওয়া যেতে পারে সেবিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
আরও পড়ুন- “মতানৈক্য হলেও তৃণমূল ছাড়িনি”, জোড়াফুলে ফিরে বললেন সোমেন-জায়া
দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা রামভীর সিং বিধুরী জানান, কাজের নিরিখেই এবার ভোট চাইবে বিজেপি। কেন্দ্রের টাকায় তুঘলকাবাদের ইকো পার্ক, কালিন্দী কুঞ্জে দিল্লি-বম্বে প্রস্তাবিত রাস্তার সঙ্গে সংযোগকারী রাস্তা তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে রেশন বিলিও চলছে দিল্লিতে। পুরভোটের আগে কাজ নিয়ে মানুষের কাছে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা রামভীর সিং বিধুরী।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন