Advertisment

সিদ্দারামাইয়া, শিবকুমারের বাসভবনের বাইরে 'নেক্সট সিএম' পোস্টার, পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে তুঙ্গে চর্চা

আজ বিকেলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
karnataka assembly elections, karnataka election results, karnataka, karnataka news, karnataka election results updates, full list of karnataka election results, karnataka election results full list, Karnataka Election 2023, Karnataka Election Results 2023, Karnataka Assembly Election 2023, Karnataka Assembly Election Results 2023, Karnataka Results 2023, Assembly Election 2023, Karnataka BJP, Karnataka Congress, Election Result 2023, Election Results in Karnataka 2023, Karnataka Election Poll, Karnataka Poll Results, Karnataka MLA Election Results 2023, Karnataka Election, Elections 2023, Karnataka Polls 2023, Karnataka Election Vote Counting, Karnataka Polls 2023 Winner List, Karnataka Vidhan Sabha Election Results 2023, Karnataka Election 2023 Winners List, Karnataka Election news, Karnataka Election Survey, Karnataka Elections Analysis

কর্ণাটক বিধান সভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের পর এখন সকলের চোখ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এ নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্দারামাইয়ার বাসভবনের বাইরে পোস্টার লাগানো হয়েছে, যাতে তাকে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সময়ে, ডি কে শিবকুমারের বাসভবনের বাইরেও পোস্টার লাগানো হয়েছে, যাতে তাকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বর্ণনা করা হয়েছে।

Advertisment

কর্ণাটক বিধানসভা কেন্দ্রে শনিবার বিপুল ভোটে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী নির্বাচন করা নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস। রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর এক বিলাসবহুল হোটেলে হবে এক বৈঠক। বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। প্রসঙ্গত কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন ডিকে শিবকুমার স্বয়ং।

এদিকে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার সিদ্দারামাইয়াও। দলের এই বিপুল সাফল্যে রাশ কার হাতে থাকবে সেই নিয়ে আজ রীতিমত জোর আলোচনায় বসতে চলেছে কংগ্রেস হাইকমাণ্ড। কংগ্রেসের বৈঠকের আগে, সিদ্দারামাইয়া, শিবকুমারের বাসভবনের বাইরে দেখা গেল 'নেক্সট সিএম' পোস্টার।

রবিবার বৈঠকের পর পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম সামনে আনবে বল। ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুজনেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। নির্বাচনের আগেও এ নিয়ে রাজনৈতিক চর্চা ছিল চরমে। আর ঠিক সেই কারণেই পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দলীয় হাইকমান্ডকে রীতিমত ঘাম ঝরাতে হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

karnataka elections
Advertisment