Punjab Election 2022: জল্পনা সত্যি করেই পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হল সিধুকে। এই নিয়োগের মধ্যে দিয়েই আগামি বছর ভোটের হিসেব-নিকেশ শুরু করল হাত শিবির। পঞ্জাবে ক্যাপ্টেন বনাম নভোজ্যোতের সঙ্ঘাতের আবহে রবিবার রাতে হল এই ঘোষণা। গত কয়েকমাস দু’পক্ষের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মধ্যস্থতা করতে সক্রিয় হয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। দুই নেতার সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করে বৈরিতা মেটানোর চেষ্টা করে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। সম্প্রতি পাঞ্জাবে কংগ্রেসের তরফে দায়িত্বপ্রাপ্ত ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গেও বৈঠক করেন সিধু। তখন থেকেই পঞ্জাবে সিধুই দলের সাংগঠনিক প্রধান হতে চলেছেন, তা মোটামুটি পরিষ্কারই হয়েযায়।
এদিকে, পাঞ্জাবে সিধুকে সাংগঠনিক ভাবে পদোন্নতি দিয়ে ভোটে লড়তে নারাজ ছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।এমনকি, কংগ্রেসের ১০ বিধায়কও তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন এই গোষ্ঠীদ্বন্দ্বে। তাঁদের বক্তব্য ছিল, অমরেন্দ্রই রাজ্যবাসীর কাছে পছন্দের নেতা। তাঁর দায়িত্ব কেড়ে নেওয়া হলে ফল ভুগতে হবে কংগ্রেসকে। দেখুন সেই নিয়োগপত্র
তবে শুধু প্রদেশ সভাপতি নয়, ৪ জন কার্যকরী সভাপতিও এদিন নিয়োগ করা হয়েছে। এদিকে, পাঞ্জাব কংগ্রেসে অন্তর্কলহের মধ্যেই শুক্রবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন নভজ্যোত সিং সিধু। দিল্লিতে কংগ্রেস কার্যকরী সভানেত্রী ছাড়াও বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা পাঞ্জাবের পর্যবেক্ষক হরিশ রাওয়াত। জোর গুঞ্জন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোন্দল মেটাতে সিধুকে প্রদেশ সভাপতি করা হতে পারে। সেই সূত্রেই সেদিনের জরুরি সাক্ষাৎ বলে কংগ্রেস সূত্রে খবর ছিল।
যদিও কী নিয়ে সাক্ষাৎ তা মিডিয়ার সামনে শুক্রবার খোলসা করেননি সিধু। তিনি সোনিয়ার সঙ্গে দেখা করেই বেরিয়ে যান। হরিশ রাওয়াত পরে সাংবাদিকদের জানিয়েছেন, নিজের বক্তব্যই জানাতে এসেছিলেন দলের কার্যকরী সভানেত্রীকে। পাঞ্জাব কংগ্রেস নিয়ে সোনিয়া সিদ্ধান্ত নিলেই মিডিয়াকে রাওয়াত জানাবেন বলেছেন।
বৈঠকের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের আপ্ত সহায়ক নরিন্দর ভামব্রি ১০ জনপথে এসে মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে সোনিয়ার সঙ্গে দেখা করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার স্পষ্ট করেছেন যে তিনি পদত্যাগ করবেন না
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন