New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/tmc-girindranth-1.jpg)
কোচবিহারের মাথাভাঙার ঘোষাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী গিরিন্দ্রনাথ বর্মন।
ভোটার আগে ফের রক্তাক্ত উত্তরবঙ্গ। কোচবিহারের মাথাভাঙার ঘোষাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী গিরিন্দ্রনাথ বর্মন। এই ঘটনার নেপথ্যে বিজেপির আশ্রিত গুন্ডাবাহিনীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
প্রসঙ্গত, কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় নির্মাণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একেবারে সামনে থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেতা। রাজবংশী সম্প্রদায়ের হয়ে কাজ করার জন্য সেই সম্প্রদায়েও অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব গিরিন্দ্রনাথ। উত্তরবঙ্গে আধিপত্য কায়েম করতে তাই এই নেতাকেই এবারে প্রার্থী করেছে তৃণমূল।
বৃহস্পতিবার রাতে তিনি যখন ফিরছিলেন সেই সময়ে রাত গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। হাসপাতাল সূত্রে জানান হয়েছে যে গিরিন্দ্রনাথের শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বিজেপিকেই। ঘাসফুল শিবিরের অভিযোগ, নির্বাচনে পরাজয় ভীতি থেকে বিজেপি এলেকায় এমন সন্ত্রাস চালাচ্ছে। রাতের অন্ধকারে এই হামলার ঘটনার কথা যদিও অস্বীকার করেছে পদ্ম শিবির।
তাঁর উপর এমন ভয়াবহ আক্রমণ চরম লজ্জাজনক এবং কেবল বাংলার নির্বাচনে হেরে যাচ্ছেন জেনে বিজেপির হতাশাকেই তা দেখায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন