ফের শরদ পাওয়ারের গুগলি, ভাইপো 'অজিত'কেই নেতা হিসাবে সম্বোধন। এনসিপি নিয়ে দিলেন বিরাট আপডেট। যার পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
কয়েকদিন আগে পুনেতে এক শিল্পপতি বাড়িতে দেখা করেছিলেন শরদ পাওয়ার ও অজিত পাওয়ার। এরপরই শুরু হয় জোর চর্চা। তবে কী ফের এক হতে চলেছে শরদ পাওয়ার ও অজিত পাওয়ার? ছিল জল্পনা…। এবার সামনে এসেছে সঙ্গে শারদ পাওয়ারের বক্তব্য। যাকে ঘিরেই দানা বেঁধেছে ধোঁয়াশা।
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ারের আরও এক রাজনৈতিক গুগলি। গতকাল পর্যন্ত, শরদ পাওয়ার, ভাইপো অজিতের প্রতি বিরূপ মন্তব্য করলেও হঠাৎ করেই ৯০ ডিগ্রি ঘুরে এক মন্তব্য করেছেন। যার ফলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, শরদ পাওয়ার ভাইপো অজিত পাওয়ারকে তার নেতা হিসাবে বর্ণনা করেছেন এবং এনসিপিতে কোনও বিভাজনের কথাও অস্বীকার করেছেন। আসলে, তিনি তার মেয়ে সুপ্রিয়া সুলের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, যেখানে তিনি বলেছিলেন, 'অজিত আমাদের নেতা'।
সাংবাদিকরা শরদ পাওয়ারকে সুপ্রিয়া সুলের বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'এতে কোনও পার্থক্য নেই যে তিনি (অজিত পাওয়ার) আমাদের নেতা, এনসিপিতে কোনও বিভাজন নেই। তিনি বলেন, হ্যাঁ, কিছু নেতা ভিন্ন অবস্থান নিলেও এটাকে বিভাজন বলা যাবে না। শরদ পাওয়ার স্পষ্ট করেছেন যে তিনি (অজিত পাওয়ার) একটি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, তাই বলে এটাকে বিভাজন বলতে নারাজ শরদ পাওয়ার।
শরদ পাওয়ার বিজেপি-শিন্ডে শিবিরে যোগদানের পর অজিত-শরদ দ্বন্ধ প্রকাশ্যে। কিন্তু কয়েকদিন আগে পুনেতে এক শিল্পপতির বাড়িতে দেখা করেন শরদ পাওয়ার ও অজিত পাওয়ার। এর পরেই শুরু হয় রাজনৈতিক চর্চা। এর মাঝেই শরদ পাওয়ারের বক্তব্য সামনে এসেছে। আর শরদের এই গুগলিতেই এখন তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি।