Advertisment

কমল নাথ মুখ্যমন্ত্রী হলে আন্দোলনে নামবে অকালি দল!

রাহুল গান্ধীকে কার্যত হুঁশিয়ারির সুরে সিরসা বলেছেন, উনি যদি ওঁর পরিবারের রীতি বজায় রেখে ১৯৮৪ সালের শিখ গণহত্যার অভিযুক্তদের মুকুট পরাতে চান, তাহলে শিখরা ক্ষোভে ফেটে পড়বেন।

author-image
IE Bangla Web Desk
New Update
kamal nath, কমল নাথ

কমল নাথ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন কমল নাথ। এমনকি কমলকে মুখ্যমন্ত্রী হিসেবে ভরসা করেছেন খোদ রাহুলও, সূত্র মারফৎ এমন খবরই মিলেছে। তবে সেই কমলকে নিয়ে এবার কংগ্রেসের চাপ বাড়াল অকালি দল। কমল নাথ মুখ্যমন্ত্রী হলে দেশজুড়ে আন্দোলনে নামবে অকালি দল। এমন হুঁশিয়ারিই এদিন দিলেন অকালি দলের নেতা তথা দিল্লির বিধায়ক মনজিন্দর সিং সিরসা।

Advertisment

১৯৮৪ সালের শিখ দাঙ্গায় যোগ রয়েছে কংগ্রেস নেতা কমল নাথের। এই অভিযোগ তুলেই মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কমল নাথের প্রস্তাবিত নামের বিরোধিতায় সরব হয়েছে অকালি দল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সিংহাসনে কমল নাথ বসলে, শিখ সম্প্রদায়ের মানুষরা দেশজুড়ে আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মনজিন্দর।

আরও পড়ুন, মধ্যপ্রদেশে কমল নাথেই ভরসা রাহুলের, রাজস্থান-ছত্তিসগড়ে দায়িত্ব নিচ্ছেন কারা? সিদ্ধান্ত আজই

এদিন রাহুল গান্ধীকে কার্যত হুঁশিয়ারির সুরে সিরসা বলেছেন, উনি যদি ওঁর পরিবারের রীতি বজায় রেখে ১৯৮৪ সালের শিখ গণহত্যার অভিযুক্তদের মুকুট পরাতে চান, তাহলে শিখরা ক্ষোভে ফেটে পড়বেন। শিখরা অনেক ধৈর্য ধরেছেন বলেও এদিন মন্তব্য করেন সিরসা। পাশাপাশি তিনি আরও বলেন, কমল নাথকে মুখ্যমন্ত্রী বানিয়ে রাহুল যেন শিখদের না উস্কে দেন।

এ প্রসঙ্গে দিল্লির বিধায়ক আরও বলেছেন, ‘‘অপকর্মের জন্য কমল নাথ শাস্তি পাবেনই। বিচারব্যবস্থা বা সিবিআইকে হয়তো কংগ্রেস নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু অপরাধীদের আগলে রাখতে পারবে না।’’ তাঁর আরও হুঙ্কার, ইতিহাস বলছে, শিখদের সঙ্গে যখনই কেউ শত্রুতা করে, তখন তাদের শিখরা উপযুক্ত জবাব দেয়।

মধ্যপ্রদেশে ভোটযুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গেরুয়াবাহিনীকে হারিয়ে ১১৪টি আসন পেয়ে জয়ের হাসি হেসেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে কমল নাথ। শেষমেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মসনদে কে বসেন, সেদিকেই এখন নজর।

CONGRESS rahul gandhi Madhya Pradesh
Advertisment