তিন কৃষি আইনের প্রতিবাদে শামিল হয়ে পুলিশের হাতে আটক হলেন সপা নেতা অখিলেশ যাদব। সোমবার লখনউয়ে কৃষি আইনের প্রতিবাদে ধর্নায় বসেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী। পুলিশ এসে মুলায়ম-পুত্রকে আটক করে ভ্য়ানে তোলে।
এ ইস্য়ুতে আজ ‘কিষান যাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সপা নেতার। কনৌজ কর্মসূচির মুখে সমাজবাদী পার্টির দফতরের সামনের রাস্তা সিল করে দেয় পুলিশ। তারপরই লখনউয়ে নিজের বাড়ির বাইরে ধর্নায় বসেন অখিলেশ।
अन्नदाता से अन्याय के खिलाफ अंतिम सांस तक संघर्षरत रहेंगे समाजवादी।
‘ किसान यात्रा ‘ को रोकने के लिए दमन की हर सीमा पार कर रही है सत्ता।
किसानों की आवाज़ बुलंद करने निकले राष्ट्रीय अध्यक्ष जी को असंवैधानिक तरीके से सीएम के आदेश पर रोके जाना घोर निंदनीय! pic.twitter.com/WuoLYUdWnE
— Samajwadi Party (@samajwadiparty) December 7, 2020
আরও পড়ুন: কৃষকদের ভারত বনধকে সমর্থন কংগ্রেসের, শামিল কমল হাসানের দলও
এ ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ব্য়ারিকেড ভাঙেন অখিলেশের অনুগামীরা। বিক্ষোভস্থলে অখিলেশ বলেন, ‘‘যদি কৃষি আইন কৃষকদের উপকার করবে, তাহলে তাঁরা যুদ্ধের পথ নিয়েছেন কেন? কেন সরকার এত একগুঁয়ে? যদি কৃষকরা নয়া আইন না চান, তাহলে সরকারের তা প্রত্য়াহার করা উচিত’’।
কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এদিন ১৩ কিমি ‘কিষান যাত্রা’ কর্মসূচি করার কথা ছিল অখিলেশের। দলীয় কার্যালয় লাগোয়া রাস্তা পুলিশ সিল করেছে, এ প্রসঙ্গে সপার জাতীয় মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি বলেছেন, ‘‘এটা অগণতান্ত্রিক। অখিলেশ যাদব কিষান যাত্রায় যোগ দিচ্ছেন, এটা দেখে সরকার ভয় পাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক অধিকার। সরকার এতটাই একগুঁয়ে যে, সেটা লঙ্ঘন করছে’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন