Advertisment

Bharat Jodo Nyay Yatra: যোগীরাজ্যে 'রাহুল-অখিলেশ রাজ', ভোটের আগেই শক্তি প্রদর্শন, ভয় পেল বিজেপি?

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এসপি সুপ্রিমো অখিলেশ যাদব রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Samajwadi party - Rahul Gandhi

ইন্ডিয়া ব্লকের ব্যবস্থা অনুসারে, কংগ্রেস রাজ্যের 63টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। বাকি 63টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সমাজবাদী পার্টি এবং অন্যান্য দলগুলি যারা ভারত জোটের অংশ হতে ইচ্ছুক। (এক্স/এএনআই)

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এসপি সুপ্রিমো অখিলেশ যাদব রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিয়েছেন। এদিন ন্যায় যাত্রায় হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। সম্প্রতি এসপি এবং কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। এসপি কংগ্রেসকে ১৭ টি লোকসভা আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে বারাণসী এবং প্রয়াগরাজও রয়েছে।

Advertisment

রাহুল গান্ধীর সফরে অখিলেশ যাদবকেও শক্তি প্রদর্শন করতে দেখা গেছে। এদিনের ন্যায় যাত্রায় বিপুল সংখ্যক এসপি কর্মীও উপস্থিত ছিলেন। আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের পর উভয় নেতাই পদযাত্রা শুরু করেন। এ সময় অখিলেশ যাদব বলেন, 'রাহুল গান্ধী দেশে প্রেমের কথা বলেন। এই শহরটি সম্পূর্ণ ভালোবাসার শহর। আমাদের লড়াই সংবিধান বাঁচানোর। বিজেপি হটাও দেশ বাঁচাও। উত্তরপ্রদেশে বিজেপি হেরে গেলেই আমাদের লড়াই সফল হবে। এই সময় রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। এসপি প্রধান অখিলেশ যাদব তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই সফরের সময় রাহুল গান্ধীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, "আজ কৃষকরা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সরকার কৃষকদের ক্ষমতাকে ভয় পাচ্ছে। আগামী সময়ে বিজেপিকে সরিয়ে I.N.D.I.A. জোট সরকার কৃষকদের সম্মান দেবে। আগ্রায় যাত্রা অনুষ্ঠানে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, "আমি জনসাধারণকে ধন্যবাদ জানাতে চাই…আগামী দিনে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানো, তাদের স্বপ্ন পূরণ করা। 'বিজেপি হটাও, দেশ বাঁচাও…'!

rahul gandhi Akhilesh Yadav
Advertisment