Advertisment

তেলেঙ্গানায় তোলপাড়, মুসলিম প্রোটেম স্পিকারের থেকে শপথ নয়, বয়কট বিজেপির, তুমুল বিতর্ক

তেলাঙ্গানার বিধানসভার 'প্রোটেম স্পিকার' হিসাবে বিবেচিত হয়ে সদ্য শপথ নেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আকবরউদ্দিন ওয়েইসি

author-image
IE Bangla Web Desk
New Update
protem speaker, akbaruddin owaisi, akbaruddin owaisi protem speaker, bjp leaders, bjp oath taking, telangana oath taking, telangana ministers, telangana government

তেলাঙ্গানার বিধানসভার 'প্রোটেম স্পিকার' হিসাবে বিবেচিত হয়ে সদ্য শপথ নেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আকবরউদ্দিন ওয়েইসি

সাম্প্রতিক তেলেঙ্গানা রাজ্য নির্বাচনে জয়ী আটজন বিজেপি বিধায়ক শনিবার শপথ নিতে অস্বীকার জানিয়েছেন। এআইএমআইএম নেতা আকবরুদ্দিন ওয়াইসিকে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার কার্যক্রম পরিচালনার জন্য প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগের প্রতিবাদে শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করেছেন। বিজেপির শপথ অনুষ্ঠান বয়কটকে "সংবিধানের অপমান" হিসাবে বর্ণনা করে, ক্ষমতাসীন কংগ্রেস দল এবং ভারত রাষ্ট্র সমিতি উভয়ই বিজেপিকে এই ধরণের কাজের জন্য নিশানা করেছে।

Advertisment

শনিবার রাজভবনে রাজ্যপাল তামিলিসাই সুন্দররঞ্জন আকবরউদ্দিনকে প্রো-টেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করান। হাউসের একজন সিনিয়র বিধায়ককে প্রো-টেম স্পিকার হতে দেওয়া রাজ্যে একটি প্রোটোকল। আকবরুদ্দিন হলেন প্রবীণতম বিধায়ক, চন্দ্রায়ণগুট্টা কেন্দ্র থেকে ৬বার জিতেছেন তিনি। বিধানসভার প্রথম ভোট-পরবর্তী বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়ার জন্য একজন প্রো-টেম স্পিকার নিয়োগ করা হয়। তিনি ভোটদান ও নতুন স্পীকার নির্বাচনের সভাপতিত্ব করেন। স্পিকার পদে নির্বাচন ১৪ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। তেলঙ্গানায় কংগ্রেস স্পীকার পদের জন্য গদ্দাম প্রসাদ কুমারকে মনোনীত করেছে।

সদ্য তেলাঙ্গানায় সরকার গড়েছে কংগ্রেস। সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রেভন্থ রেড্ডি। এদিকে, তেলাঙ্গানার বিধানসভার 'প্রোটেম স্পিকার' হিসাবে বিবেচিত হয়ে সদ্য শপথ নেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আকবরউদ্দিন ওয়েইসি। তাঁরে 'প্রোটেম স্পিকার' ঘোষণার পরই প্রতিবাদে নামেন তেলাঙ্গানার বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক টি রাজা সিং বলেছেন, "কেন এমন একজনের সামনে গিয়ে শপথ নিতে হবে যিনি হিন্দুদের হুমকি দেন এবং গালিগালাজ করেন, হিন্দু বিরোধী মন্তব্য করেন? স্পিকার নির্বাচিত হলে আমরা তার চেম্বারে গিয়ে শপথ নেব'।

শনিবার হায়দরাবাদের রাজভবনে রাজ্যপাল তামিলিসাই সৌন্দারাজনের উপস্থিতিতে তেলাঙ্গানা বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেন আকবরউদ্দিন ওয়াইসি। ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। তেলেঙ্গানা ভারতীয় জনতা পার্টির প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি শনিবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের আকবরুদ্দিন ওয়াইসিকে বিধানসভার অস্থায়ী স্পিকার হিসাবে নিয়োগের বিষয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছেন এবং বলেছেন এটি সিনিয়র বিধায়কদের অপমান। তিনি বলেন, এটা ঐতিহ্যের পরিপন্থী। তিনি বিষয়টি রাজ্যপালের কাছেও তুলবেন।

নৌসেনার বহর চমকে দেবে : < Premium: থরথর করে কাঁপছে শত্রুপক্ষ, নৌসেনার আধুনিক বহর চমকে দেবে বিশ্বের তাবড় শক্তিশালী দেশকেও >

মিডিয়ার সাথে কথা বলার সময়, রাজ্য বিজেপি প্রধান বলেছেন, 'আমরা আটটি আসন জিতেছি এবং রাজ্যে ১৪ শতাংশ ভোট পেয়েছি। একজন সিনিয়র নেতাকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করার একটি ঐতিহ্য রয়েছে৷ তবে এআইএমআইএম-এর সঙ্গে চুক্তির কারণে কংগ্রেস আকবরউদ্দিন ওয়াইসিকে এই পদে নিযুক্ত করেছে। এতে আমাদের আপত্তি রয়েছে। আমাদের দাবি এই প্রোটেম স্পিকার থেকে বিধানসভার স্পিকার নির্বাচন করা উচিত নয়। আমরা রাজ্যের গভর্নরকেও একই কথা বলব'।

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির উপস্থিতিতে রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন ওয়াইসিকে শপথবাক্য পাঠ করান। অন্যান্য নবনির্বাচিত নেতারাও প্রোটেম স্পিকার ওয়াইসির সামনে রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন। যদিও বিধানসভার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে অনুষ্ঠান বয়কট করেন বিজেপি নেতারা।

ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) মুখপাত্র ডঃ ডি শ্রাবণ বলেছেন, 'বিজেপি বিধায়করা সংবিধানের অবমাননা করছেন এবং সংসদকে অসম্মান করছেন'। এম হামিদ আনসারি যখন রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন তখন কি বিজেপি সাংসদরা শপথ নেননি? সেই প্রশ্নও তোলেন তিনি। কংগ্রেস নেতারাও বিজেপি বিধায়কদের সংবিধানের অবমাননা এবং ধর্মকে হাউসে টেনে আনার জন্য সমালোচনা করেছেন। দলের তরফে বলা হয়েছে “স্পীকার বা প্রো-টেম স্পিকার একটি সাংবিধানিক পদ। এটি এআইএমআইএম দলকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে এক সিনিয়র বিধায়ককে। এই বিরোধিতা করে বিজেপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে,"।

Telengana Government
Advertisment