Who is Nidhi Tewari: সামলাবেন মোদীর ব্যক্তিগত সচিবের গুরুদায়িত্ব, কে নিধি তিওয়ারি? বেতন জানলে চমকে যাবেন

Nidhi Tewari Private Secretary To PM: ২০১৪ ব্যাচের আইএসএফ নিধি তিওয়ারি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর দক্ষতার পরিচয় দেন। আইএফএস নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Nidhi Tewari Private Secretary To PM: ২০১৪ ব্যাচের আইএসএফ নিধি তিওয়ারি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর দক্ষতার পরিচয় দেন। আইএফএস নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Who is Nidhi Tewari

আইএফএস নিধি তিওয়ারি

Nidhi Tewari Private Secretary To PM: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া ব্যক্তিগত সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আইএফএস নিধি তিওয়ারি। জারি করা সরকারি নির্দেশ অনুসারে, নিধি তিওয়ারির নিয়োগের বিষয়ে মন্ত্রিসভা  নিয়োগ কমিটি (ACC) চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অবিলম্বে তিনি তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। 

Advertisment

প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সচিব আইএফএস নিধি তিওয়ারি, বেতন কত?

আইএফএস নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০১৪ ব্যাচের আইএফএস অফিসার নিধি তিওয়ারি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অ্যাডিশান্যাল সেক্রেটারি  হিসেবে কর্মরত রয়েছেন। ২৯শে মার্চ জারি করা আদেশে বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তিওয়ারিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

২০১৪ ব্যাচের আইএসএফ নিধি তিওয়ারি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর দক্ষতার পরিচয় দেন। নয়া দায়িত্বে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করতে হবে এবং বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।

Advertisment

ব্যক্তিগত সচিবের পদটি কেন গুরুত্বপূর্ণ?

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের পদটি খুবই গুরুত্বপূর্ণ। এই পদে কর্মকর্তা আমলা কেবল প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফাইল এবং বৈঠক পরিচালনা করেন না, বরং নীতি নির্ধারণ এবং প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ কাজেও তিনি জড়িত থাকেন। নিধি তিওয়ারি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অ্যাডিশ্যানাল সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেনব। বর্তমানে তাঁকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই পদে তিনি প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা। এর পাশাপাশি, মহার্ঘ্য ভাতা, ভ্রমণ ভাতা এবং অন্যান্য ভাতাও পাবেন।

modi