Advertisment

কলকাতা পুরভোট: বিজেপি প্রার্থীর স্ত্রীকে ধর্ষণের 'হুমকি', অভিযুক্ত তৃণমূল

লেক থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
Allegation of threatening to rape wife of BJP candidate in ward 92 of Kolkata municipality

বিজেপি প্রার্থীর স্ত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই নির্বাচনী প্রচার তুঙ্গে। তবে এরই মধ্যে এক প্রার্থীর স্ত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভার ৯২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুমন দাস। অভিযোগ, সুমন দাসের স্ত্রীকে গতকাল ধর্ষণের হুমকি দেয় কয়েকজন দুষ্কৃতী। তাদের প্রত্যেকেই বহিরাগত বলে দাবি বিজেপি প্রার্থীর।

Advertisment

গতকাল ঢাকুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী সুমন দাস। দুপুর নাগাদ প্রচার সেরে তিনি বাড়ি ফেরেন। তাঁর কিছু আগেই বাড়িতে ফেরেন তাঁর স্ত্রী। সুমন দাসের অভিযোগ, গতকাল তাঁর বাড়ির সামনে চড়াও হয় বেশ কয়েকজন বহিরাগত। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না।

তাঁর স্ত্রী বাড়িতে ঢোকার সময় তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করতে শুরু করে বহিরাগতরা। সুমন দাসের অভিযোগ, ''কটূক্তি শুনতেই আমার স্ত্রী প্রতিবাদ করেন। পাল্টা ওঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।'' ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।

আরও পড়ুন- ব্যাটিং শুরু শীতের, আজই এমরশুমের শীতলতম দিন

৯২ নং ওয়ার্ডে বহিরাগতদের এনে পোস্টার, ব্যানার লাগানোর কাজ করছে তৃণমূল, এমনই অভিযোগ বিজেপির। তাঁর স্ত্রীকে যাঁরা ধর্ষণের হুমকি দিয়েছে তারা কেউই এলাকার বাসিন্দা নন বলেও দাবি বিজেপি প্রার্থীর। ইতিমধ্যেই লেক থানায় অভিযোগা দায়ের করা হয়েছে। এব্যাপারে ৯২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিষেক মুখোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Kolkata Municipal Corporation Municipal Election KMC Elections
Advertisment