আমফান ত্রাণের দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগে নাজেহাল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে এই দুর্নীতির জেরে সাসপেনশন-কে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিষ্ফোরক অভিযোগ সামনে এসেছে। এরপর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল শাসিত গ্রামপঞ্চায়েতে কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন। এবার দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা নেতার ভিডিও ফুটেজকে কেন্দ্র করে ফের দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি।
আরও পড়ুন- রাজীবের পর কৃষ্ণেন্দুর বিষ্ফোরক অভিযোগ, আরও অস্বস্তিতে তৃণমূল
সোশাল মিডিয়ায় একটা ভিডিও ফুটেজ ঘুরছে। সেখানে দক্ষিণ দিনাজপুরের এক জেলা তৃণমূল নেতার আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভিডিওতে প্রকল্পের টাকা পয়সা নিয়ে কথা বলা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের অভিযুক্ত তৃণমূল নেতা সোনা পালের দাবি, "পুরো ভিডিও প্রকাশ করলেই সত্যতা বোঝা যাবে।" এদিকে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়ে দিয়েছেন, "দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।" অন্যদিকে, এই ভিডিও নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি বিনয়কুমার বর্মন বলেন, "তৃণমূলের নেতারা কাটমানির ওপরেই চলছে। কাটমানি ছাড়া কিছুই বোঝে না। জেলা পরিষদ বা গ্রামপঞ্চায়েত, কমিশন ছাড়া কিছুই জানে না। অবশ্যই তদন্ত হওয়া উচিত।"
আরও পড়ুন- তৃণমূলে তোলপাড়, অরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজীবের
সোশাল মিডিয়ার ওই ভিডিও নাড়িয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসকে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর সোনা পাল। ভিডিও প্রসঙ্গে অভিযুক্ত সোনা পাল বলেন, "পুরো ভিডিওটা দেখা হোক। এই ভিডিওতে কোথাও কী কাটমানির কথা বলা হয়েছে না কাটমানি সম্পর্কে আলোচনা হয়েছে? আলোচনা প্রসঙ্গে কথাগুলি এসেছে। ৮৪০০ মুর্গির পোল্ট্রির ফার্ম করা নিয়ে আলোচনা হচ্ছিল। আরও কিছু কথা হয়েছে। আমার সম্মানহানির চেষ্টা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেব।" তিনি দাবি করেছেন, দক্ষিণ দিনাজপুরের সমস্ত রাজনীতিকের মধ্যে তিনি সব থেকে গরিব নেতা। সোনা পাল বলেন, "আমার বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে পয়সা নেওয়া, মানুষের কাছে পয়সা নেওয়ার কোনও অভিযোগ নেই। বিজেপির লিংক-আপে আমাদের কিছু লোক এসব করছে।"
আরও পড়ুন- প্রশান্ত কিশোরের “দিদিকে বলো” কে চ্যালেঞ্জ জানাচ্ছে “বাপ কে বলো”
ভিডিওর অভিযোগকে হাল্কা ভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। আগামী কাল বুধবার সন্ধ্যায় এ বিষয়ে জরুরি বৈঠক তলব করেছে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস। দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ বলেন, "দল এই ধরনের দুর্নীতিকে সমর্থন করে না। ভিডিওটা আমরাও দেখেছি। এটা নিয়ে আমরা বৈঠক করব। আগামী কাল সন্ধ্যায় বৈঠকে বসব। সত্যতা কী আছে দেখব। যদি দেখা যায় কেউ দোষী তাহলে ছাড় পাবে না এটুকু বলতে পারি। দল তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন