অলোক ভার্মার অপসারণের সিদ্ধান্ত খারিজ করে দিল শীর্ষ আদালত। সিবিআই ডিরেক্টর পদেই বহাল থাকছেন অলোক ভার্মা। সিবিআইয়ের এক নম্বর ও দু’নম্বর কর্তার মধ্যে নজিরবিহীন সংঘাতের জেরে সিবিআই ডিরেক্টর পদ থেকে ভার্মাকে অপসারণের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। মঙ্গলবার সকালে শীর্ষ আদালতের সিদ্ধান্ত জানার কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস আক্রমণ করে মোদী সরকারকে। সংসদের বাইরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, “রাফাল নিয়ে তদন্ত হবেই, কেউ বাঁচাতে পারবে না মোদীকে। দেশের মানুষের কাছ থেকে ৩০০০০ কোটি টাকা নিয়ে ‘বন্ধু’ অনীল আম্বানিকে দিয়েছেন মোদী”।
“রাত ১টার সময় রাতারাতি দায়িত্ব থেকে সরানো হল অনীল ভার্মাকে। কারণ তিনি রাফাল নিয়ে তদন্ত শুরু করতে চলেছিলেন। সিবিআই ডিরেক্টরের পদে ভার্মাকে পুনর্বহাল করার সিদ্ধান্তে কিছুটা আস্বস্ত হলাম আমরা। রাফাল চুক্তি-র তদন্ত থেকে কেউ বাঁচাতে পারবে না মোদীকে”।
আরও পড়ুন, ফের শরিকি চাপ! বিজেপি সঙ্গ ছাড়ার ‘হুমকি’ এসবিএসপি ও আপনা দলের
The truth of Rafale will destroy Mr Modi. It’s only a question of time before full evidence of his role in the theft of 30,000 Cr. becomes public.
Congratulations to the SC for upholding the law.#AlokVerma
— Rahul Gandhi (@RahulGandhi) January 8, 2019
সরকারের সমালোচনায় মুখর হয়েছে বাম নেতৃত্বও। সীতারাম ইয়েচুরি বলেছেন, মোদী যেভাবে সরকারি প্রতিষ্ঠানকে মেরে ফেলতে চেয়েছেন, স্বাধীন ভারতে তেমনটা আর কেউ করেননি। ওপরের স্তরের দুর্নীতি প্রকাশ্যে চলে আসার ভয় থেকেই এ সব করতে চেয়েছেন দেশের প্রধানমন্ত্রী। শীর্ষ আদালতের সিদ্ধান্তের পর পিডিপি-র সভাপতি মেহবুবা মুফতি টুইট করে জানান, “আদালতের স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় বিশ্বাস ফিরে পেলাম”।
Read the full story in English