Advertisment

বিজেপিতে যোগ দিচ্ছেন অল্পেশ ঠাকুররা

কোর কমিটির বৈঠকে ঠাকুর সেনার জেলা সভাপতি ছাড়াও ওবিসি একতা মঞ্চের আধিকারিকরা এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Alpesh Thakor, BJP

অল্পেশ ঠাকুর (ছবি- জাভেদ রাজা)

৬ মাসের জল্পনা শেষ। বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর। তাঁরই সঙ্গে গেরুয়া দলে যাচ্ছেন ধবলসিং জ়ালা। গুজরাট ক্ষত্রিয় ঠাকুর সেনার তরফ থেকে এ ঘোষণা করা হয়েছে।

Advertisment

কবে তাঁরা বিজেপিতে যোগ দেবেন সে কথা সাংবাদিক সম্মেলনে ধবলসিং জ়ালা বলেননি। কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা কবে পার্টিতে যোগ দেব সে সম্পর্কিত সিদ্ধান্ত খুব দ্রুত ঘোষণা করা হবে।

আরও পড়ুন, রাজ্যসভা থেকে পদত্যাগের পরেই বিজেপিতে যোগ প্রাক্তন প্রধানমন্ত্রী পুত্রের

গুজরাট ক্ষত্রিয় ঠাকুর সেনা নেতা অমিত ঠাকুর জানিয়েছেন, তাঁরা এ ব্যাপারে বিজেপির কাছে কোনও শর্ত আরোপ করেননি। "কেন্দ্র এবং বিজেপি নেতৃত্বের উপর আমাদের আস্থা রয়েছে এবং সে কারণেই আমরা এ ব্যাপারে কোনও শর্ত রাখিনি। কমিউনিটির সিদ্ধান্ত অনুসারে অল্পেশ ঠাকুর এবং ঝবলসিং জ়ালা বিধায়ক পদ ত্যাগ করেছেন। বাকি সিদ্ধান্ত কোর কমিটির হাতে ছাড়া হয়েছিল, কমিটি সিদ্ধান্ত নিয়েছে দুজনেই শিগগিরই বিজেপিতে যোগ দেবেন।"

কোর কমিটির বৈঠকে ঠাকুর সেনার জেলা সভাপতি ছাড়াও ওবিসি একতা মঞ্চের আধিকারিকরা এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। অমিত ঠাকুর জানিয়েছেন, অল্পেশ কোর কমিটির সদস্য না হওয়ায় বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন, ‘মমতা পারছেন না, তাই তৃণমূল সভাপতি প্রশান্ত কিশোর’, বিস্ফোরক মুকুল

জ়ালা জানিয়েছেন, "কমিউনিটি এবং সমাজের উন্নতিকল্পে এই সিদ্ধান্ত নিয়েছে কমিটি।" তিনি আরও বলেন, "ওঁরা আমাদের বলেছেন বিজেপির সঙ্গে কথা বলতে। আমরা অল্পেশের সঙ্গে কথা বলে খুব দ্রুত এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব।"

রাজ্য সভা উপনির্বাচনে গুজরাটের দুটি আসনে ভোট নিয়ে কংগ্রেসের হুইপ অগ্রাহ্য করার পর গত ৬ জুলাই অল্পেশ ও ধবলসিং পদত্যাগ করেন।

Read the Full Story in English

bjp
Advertisment