Advertisment

Rahul Gandhi On Modi: দেশের শিক্ষাপ্রতিষ্ঠান হাইজ্যাকের চেষ্টা, 'দাবাং স্টাইলে' রাহুলের তোলপাড় ফেলা অভিযোগ

প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন যে সরকার ছাত্রদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi, NEET row, Rahul Gandhi NEET Row, NEET Row, NEET-UG controversy, Rahul Gandhi on paper leaks, BJP paper leaks, Rahul Gandhi blames RSS for paper leaks, RSS control on educational institutions, NEET-UG controversy, paper leaks, Narendra Modi paper leaks, Narendra Modi UK war, Vyapam scandal, BJP institutional hijacking, RSS capture of educational institutions, jobs based on RSS ideology,

কংগ্রেস বুধবার NEET-UG বিতর্ক নিয়ে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং শুক্রবার "ছাত্রদের জন্য ন্যায়বিচারের দাবিতে" তার রাজ্য ইউনিটগুলিকে ব্যাপক বিক্ষোভ করার নির্দেশ দিয়েছে।

 NEET and UGC-NET: প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার NEET-UG বিতর্কে সরকারকে কোনঠাসা করে বলেছেন যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিজেপি এবং আরএসএস হাইজ্যাক করার চেষ্টা করছে।

Advertisment

NEET বিতর্কে রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, 'প্রধানমন্ত্রী মোদী পেপার ফাঁস বন্ধ করতে পারছেন না বা কেলেঙ্কারি বন্ধ করতে চান না'। NEET এবং UGC-NET পরীক্ষায় কারচুপি নিয়ে দেশে তোলপাড় চলছে। বিরোধীরা এই ইস্যুতে মোদী সরকারকে ক্রমাগত নিশানা করছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে নিশানা করেছেন। রাহুল গান্ধী বলেছেন, 'শিক্ষাব্যবস্থা আরএসএস-বিজেপির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে, প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে না'।

রাহুল গান্ধী এদিন আরও বলেন, 'NEET এবং UGC NET পেপার ফাঁস হয়েছে। বিষয়টি আমরা সংসদে উত্থাপন করব। প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-গাজা যুদ্ধ বন্ধ করেছিলেন, কিন্তু ভারতের ছাত্রদের ভবিষ্যত নিয়ে খেলা হচ্ছে এবং প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং তিনি তা থামাতে পারছেন না'।

আরও পড়ুন : Durga Puja 2024: পটুয়া পাড়া জুড়ে যেন অকাল শরৎ, পুজোর প্রস্তুতি পুরোদমে, ফ্লোরিডা পাড়ি দিল প্রতিমা

কংগ্রেস নেতা বলেন, 'ভারত জোড় ন্যায় যাত্রায় হাজার হাজার ছাত্র-ছাত্রী পেপার ফাঁসের অভিযোগ করেছিলেন। তিনি বলেন, সংসদের আসন্ন অধিবেশনে বিরোধীরা বিষয়টি উত্থাপন করবে। দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির অভিযোগ, মধ্যপ্রদেশের 'ব্যাপম' কেলেঙ্কারি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রশ্নপত্র ফাঁসের পেছনে কেউ না কেউ অবশ্যই দায়ী। তাদের অবশ্যই গ্রেফতার করা উচিত।

NEET-UG modi rahul gandhi
Advertisment