রাজস্থানের রাজনৈতিক সংকট অব্যাহত। গেহলট-পাইলট সমস্যায় এখন অশান্ত কংগ্রেস অন্দর। যদিও এই সমস্যার নেপথ্যে বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন রাহুল গান্ধী। রবিবার তিনি সাফ জানান, দেশের গণতন্ত্র চলবে সংবিধান মেনেই এবং জনগণই তা রক্ষা করবে। আশাবাদী কংগ্রেস নেতা বলেন, বিজেপির "প্রতারণা এবং ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করবে" দেশের জনগণ।
Advertisment
भारत का लोकतंत्र संविधान के आधार पर जनता की आवाज़ से चलेगा।
भाजपा के छल-कपट के षड्यंत्र को नकारकर देश की जनता लोकतंत्र और संविधान की रक्षा करेगी।#SpeakUpForDemocracy
ওয়ানাড কেন্দ্রে প্রার্থী রাহুল বলেন যে কীভাবে কংগ্রেসশাসিত রাজ্যে থেকে একের পর এক বিধায়কের সরিয়ে সরকার ফেলার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তা সকলের কাছে স্পষ্ট। এদিন সেই মর্মে টুইট করে মোদী-শাহের বিজেপিকে বেঁধেন সোনিয়া-পুত্র।
অন্যদিকে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা রাজস্থানের রাজনৈতিক প্রসঙ্গ টেনে জয়পুরের একটি প্রচার থেকে বলেন, "মধ্যপ্রদেশে কীভাবে বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে তা দিনের আলোর মতো পরিস্কার সকলের কাছে। এবার পালা রাজস্থানের। গণতন্ত্র কি দিল্লি দরবারের দাস? ভোটাধিকারের প্রয়োগের কোনও অর্থ নেই?" গণতন্ত্রকে রক্ষা করতে জনগণকে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেও আহ্বান জানান রণদীপ।