৭০০ গাড়ির কনভয়ে 'ঘরওয়াপসি' জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠ বিজেপি নেতার

২ বছরেরও বেশি সময় পর মোহভঙ্গ।

২ বছরেরও বেশি সময় পর মোহভঙ্গ।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP Madhya Pradesh, Jyotiraditya Scindia, BJP Baijnath Singh, Kamal Nath, Congress Madhya Pradesh, Indian Express madhya Pradesh, madhya Pradesh top news

৭০০ গাড়ির কনভয়ে ঘরওয়াপসি। বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন দাপুটে নেতা। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগত এবং প্রবীণ কংগ্রেস নেতা বৈজনাথ সিং সিন্ধিয়াকে আদর্শ মেনে কংগ্রেসের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে ২০২০ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। মধ্যপ্রদেশে তৎকালীন কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে পতনের অন্যতম নায়কের মোহভঙ্গ। ফের যোগ দিলেন কংগ্রেসে। শুধু তাই নয় সেই সঙ্গে তিনি শক্তি প্রদর্শন করে সকলকে চমকে দিয়েছেন।

Advertisment

২ বছরেরও বেশি সময় পর, বৈজনাথ বিজেপি থেকে পদত্যাগ করেছেন, সিন্ধিয়ার সঙ্গে তাঁর সকল সম্পর্ক ছিন্ন করে ফের কংগ্রেসে ফিরেছেন তিনি। শিবপুরী থেকে ভোপাল প্রায় ৩০০ কিলোমিটারেরও বেশি পথ ৭০০ গাড়ির র‍্যালি বের করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে তিনি।

কংগ্রেসে ফিরে এসে বৈজনাথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমার পরিবার এবং সিন্ধিয়ার পরিবার সবসময় ঘনিষ্ঠ ছিল। আমি সিন্ধিয়াকে আদর্শ মনে করেই বিজেপিতে যোগদান করি এবং কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর আমার দমবন্ধ হয়ে আসছিল। স্বাধীন ভাবে মানুষের জন্য কাজ করতে আমি ফের কংগ্রেসে ফিরে আসি। আমি আনন্দিত” ।

আরও পড়ুন: < সিদ্দারামাইয়া মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত, বিজেপির আনা ধর্মান্তর বিরোধী আইন বাতিল >

Advertisment

ভোপালে কংগ্রেসের সমাবেশে প্রবীন এই নেতার দলে ফেরার অপেক্ষায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কমল নাথ এবং দিগ্বিজয় সিং। বৈজনাথের সঙ্গে জেলা স্তরের ১৫ বিজেপি নেতাও কংগ্রেসে যোগ দেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, বৈজনাথকে বিধানসভায় টিকিট না দেওয়াতেই বিজেপি ছাড়েন তিনি। গত মার্চে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা যাদবেন্দ্র সিং।

bjp