Advertisment

জোড়া-ফুলকে চ্যালেঞ্জ ছুঁড়তে এবার প্রতিমাসে বঙ্গে আসছেন শাহ-নাড্ডা

রাজধানী থেকে নয়, এবার সরাসরি বঙ্গে এসেই বাংলা জয়ের ব্লু-প্রিন্ট সাজাচ্ছেন অমিত শাহ, জেপি নাড্ডারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দু'সপ্তাহ আগে বাংলায় এসে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। ২১-এ পশ্চিমবঙ্গ দখলই যে বিজেপির পাখির চোখ তা স্পষ্ট হয়েছিল। লক্ষ্যপূরণে ইতিমধ্যেই দলের পাঁচ পর্যবেক্ষককে এ রাজ্যে পাঠিয়েছে বিজেপি। রাজধানী থেকে নয়, এবার সরাসরি বঙ্গে এসেই বাংলা জয়ের ব্লু-প্রিন্ট সাজাচ্ছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। এমনকী তাঁরা এখন থেকে প্রতি মাসে পশ্চিমবঙ্গে এসে বেশ কয়েকদিন করে থাকবেন বলেই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisment

বুধবার দিলীপ ঘোষ বলেছেন, 'প্রত্যেক মাসে ভোটের কাজ দেখভালের উদ্দেশে রাজ্যে আসবেন অমিতজি। আসবেন নাড্ডাজিও। রাজ্যে এসে কয়েকদিন থাকবেন তাঁরা।' তবে চূড়ান্ত সফরসূচি এখনও তৈরি নয় বলেও জানিয়েছেন মেদিনীপুরের সাংসদ।

আরও পড়ুন- একের পর এক তোপ, তবুও শুভেন্দু প্রসঙ্গে নরম তৃণমূল

বঙ্গ জয়ের স্বপ্নপূরণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোট পরিচালনার ভার নিজেদের হাতে রাখতে চাইছেন। সেজন্য ইতিমধ্যে রাজ্যকে ৫টি জোনে ভাগ করে ৫ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ময়দানে নেমে কাজও শুরু করেছেন তাঁরা। উল্লেখযোগ্যভাবে এ রাজ্যে দলের সহকারী পর্যবেক্ষকের দায়িত্বে আনা হয়েছে বিজেপির প্রচার সেলের প্রধান অমিত মালব্যকে। সংগঠন পোক্ত করা, দাঁতে দাঁত চেপে লড়ার পাশাপাশি প্রচারেও বাজিমাতের চেষ্টায় পদ্ম বাহিনী।

Advertisment

একই শাহ-নাড্ডারা সঙ্গে নিয়ম করে রাজ্যে এলে প্রছারের শুরু থেকেই ২১-এর ভোট সত্যিই অন্য মাত্রা পাওয়ার অপেক্ষায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal JP Nadda dilip ghosh amit shah bjp
Advertisment