সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ। জনতার দরবারে সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে আলোচনার জন্য তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানালেন মোদী সেনাপতি। তবে শুধু মমতাই নন, রাহুল গান্ধী, মায়াবতীদেরও একই চ্যালেঞ্জ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে শাহের হুঁশিয়ারি, ‘‘যতই বিরোধিতা করুন, সিএএ প্রত্যাহার করা হবে না’’।
এদিন লখনউয়ের এক সভায় অমিত শাহ বলেন, ‘‘আবারও বলছি, সিএএ নিয়ে সরকার পিছু হঠবে না। যাঁরা প্রতিবাদ করছেন, চালিয়ে যান’’। একইসঙ্গে কংগ্রেস, সপা, বসপা, তৃণমূলকে বিঁধে প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘‘সংশোধিত নাগরিকত্ব আইনে কারও নাগরিকত্ব কাড়ার কথা বলা হয়নি। সিএএ নিয়ে কংগ্রেস, সপা, বসপা, তৃণমূল অপপ্রচার চালাচ্ছে’’।
আরও পড়ুন: ‘কুকথাই সবসময় বলি, কিছু যায় আসে না’, দিলীপ আছেন দিলীপেই
উল্লেখ্য, সিএএ বিরোধিতায় প্রথম থেকেই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় রীতিমতো রাজপথে নেমে প্রতিবাদ কর্মসূচি করছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার পাশাপাশি এ ইস্যুতে গর্জে উঠেছে কংগ্রেস-সহ আরও কয়েকটি বিজেপি বিরোধী দল। দেশের বিভিন্ন প্রান্তে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলছে। এই প্রেক্ষিতে শাহের এদিনের মন্তব্য নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
অন্যদিকে, জেএনইউকাণ্ডে এদিন শাহ বলেন, জেএনইউতে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। যাঁরা বলেছেন, ভারত মাতাকে টুকরো করা হবে, তাঁদের জেরে ভরা হবে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৩ মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হবে।
Read the full story in English