Amit Shah On CAA: 'সিএএ নিয়ে মুসলিমদের উস্কে দেওয়া হয়েছিল। CAA আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। কিছু রাজ্য সরকার সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে'। রবিবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন - < West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কাঁপানো বৃষ্টির তুমুল সতর্কতা! বেলা গড়ালেই আরও বাড়বে দুর্যোগের ঝাঁঝ >
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার CAA-র অধীনে ১৮৮ জন পাকিস্তানি হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেছেন। এই সময় তিনি আহমেদাবাদে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে অতীতের কংগ্রেস সরকারকে নিশানা করেন। তিনি বলেন, "বাংলাদেশে যখন দেশভাগ হয়েছিল, তখন সেখানে ২৭ শতাংশ হিন্দু ছিল, আজ সেখানে হিন্দু ৯ শতাংশে নেমে এসেছে। এত হিন্দু কোথায় গেল। তিনি বলেন, " আমরা ২০১৯ সালে CAA নিয়ে এসেছি। CAA-র কারণে, কোটি কোটি হিন্দু, জৈন ও শিখ ধর্মের মানুষ নাগরিকত্ব পাবে।"
আরও পড়ুন - < RG Kar Case: আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ, নজিরবিহীন সিদ্ধান্ত চিকিৎসকদের >
অমিত শাহ তাঁর ভাষণে আরও বলেন,' CAA নিয়ে মুসলমানদের উস্কে দেওয়া হয়েছিল। CAA আইন কারও নাগরিকত্ব কেড়ে নেয় না। কিছু রাজ্য সরকার সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ইন্ডিয়া অ্যালায়েন্স এবং কংগ্রেস সিএএ নিয়ে উদ্বাস্তুদের বিভ্রান্ত করছে'।
আরও পড়ুন - < RG Kar Incident: ‘অবিলম্বে হস্তক্ষেপ করুন, কড়া আইন আনুন’, আরজি কর কাণ্ডে মোদী চিঠি পদ্ম পুরস্কারপ্রাপ্ত ৭০ চিকিৎসকের >
প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করে শাহ বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। নরেন্দ্র মদী জাতপাতের রাজনীতির অবসান ঘটিয়েছেন। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছেন। তুষ্টির রাজনীতি শেষ করেছেন'।
আরও পড়ুন - < Crisis in JMM: ‘অপমানিত’ চম্পাইয়ের বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই পদ্ম শিবিরকে চূড়ান্ত কটাক্ষ হেমন্ত’র >
কংগ্রেস এবং তার সহযোগীদের নিশানা করে শাহ বলেন,' কংগ্রেসের তুষ্টির রাজনীতির কারণে স্বাধীনতার পরে প্রতিবেশী দেশগুলি থেকে আসা নির্যাতিত হিন্দু, বৌদ্ধ এবং শিখরা ন্যায়বিচার পায়নি। প্রতিশ্রুতির পরেও ভারতীয় নাগরিকত্ব পাননি সেই সব মানুষরা। নরেন্দ্র মোদী এমন কোটি কোটি মানুষকে ন্যায়বিচার দিয়েছেন। বিরোধী দল আপনাকে সিএএ নিয়ে বিভ্রান্ত করছে'।
আরও পড়ুন - < Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ >