Advertisment

যে ধর্মেরই হোক না কেন, দিল্লি হিংসায় কোনও অভিযুক্তকেই রেয়াত নয়: শাহ

শাহের চাঞ্চল্যকর অভিযোগ, ‘‘অশান্তি বাঁধাতে উত্তরপ্রদেশ থেকে ৩০০ জন এসেছিল’’।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ

অমিত শাহ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লি হিংসায় অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। দিল্লি হিংসার ঘটনায় সংসদে বিরোধীদের জবাব দিতে গিয়ে এমন কড়া বার্তাই দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার লোকসভায় বলেন, ‘‘দিল্লি হিংসায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে অঞ্চলেরই হোক না কেন। হিংসায় আক্রান্তদের বিচার সুনিশ্চিত করছি’’।

Advertisment

এ ঘটনার পিছনে ‘পূর্ব-পরিকল্পিত চক্রান্ত’ ছিল বলে দাবি করেছেন শাহ। অন্যদিকে, দিল্লি হিংসা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রশংসা করেছেন শাহ। এদিন মোদী সেনাপতি বলেছেন, ‘‘৩৬ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আয়ত্তে আনতে সফল হয়েছে দিল্লি পুলিশ’’। এদিকে, সংসদে শাহের বক্তব্যের মধ্যেই ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা।

আরও পড়ুন: ‘রাজমাতা থাকলে তোমায় দেখে খুশি হতেন’, সিন্ধিয়াকে বিজেপিতে স্বাগত পিসি বসুন্ধরার

দিল্লি হিংসা প্রসঙ্গে অমিত শাহ এদিন আরও বলেন, ‘‘সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কমপক্ষে ৭০০ এফআইআর দায়ের করা হয়েছে। ১১০০ জনকে চিহ্নিত করা হয়েছে এখনও পর্যন্ত। প্রায় ৩০০ জন উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন’’।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আমরা দিল্লি হিংসার তদন্ত চালাচ্ছি। বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আমরা শান্তি বৈঠক করেছি। গোটা ঘটনার পিছনে পূর্ব-পরিকল্পিত চক্রান্ত রয়েছে। সে কারণে আমরা চক্রান্তের অভিযোগে এফআইআর দায়ের করেছি। যারা হিংসায় জড়িত, তাদের কেউই আইনের আওতা থেকে রেহাই পাবে না’’।

দিল্লি পুলিশের প্রশংসা করে শাহ বলেন, ‘‘৩৬ ঘণ্টার মধ্যে হিংসা নিয়ন্ত্রণে এনেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখেছিলাম। অশান্তি রুখতে সঠিক পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। আমিই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে অনুরোধ করি ঘটনাস্থলে যেতে’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah
Advertisment