Advertisment

'দাসত্বের চিহ্ন' মুছে ফেলার প্রস্তুতি, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংসদে বিল পেশ অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার (১১ আগস্ট ) ভারতীয় ফৌজদারি আইনের আমূল পরিবর্তন করে তিনটি বিল পেশ করেছেন

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah

লোকসভায় বলছেন অমিত শাহ।

'দাসত্বের চিহ্ন' মুছে ফেলার প্রস্তুতি, ব্রিটিশ আমলের আইন বদলাতে সংসদে বিল পেশ অমিত শাহের। ব্রিটিশ আমলের কিছু আইন সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ জন্য সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধনী বিল ২০২৩ আনতে চলেছে। লোকসভায় এই তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'আজ আমি যে তিনটি বিল নিয়ে এসেছি তা প্রধানমন্ত্রী মোদীর পাঁচটি প্রতিশ্রুতির একটি পূরণ করতে চলেছে। এই তিনটি বিলের মধ্যে একটি হল ভারতীয় দণ্ডবিধি, একটি হল ফৌজদারি কার্যবিধি এবং তৃতীয়টি হল ভারতীয় সাক্ষ্য বিধি৷ এদিন লোকসভায় ভারতীয় দণ্ডবিধি, ক্রিমিনাল প্রসিডিউর কোড ও ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

শাহ বলেন, 'আমি বলতে চাই সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে এবং রাষ্ট্রদ্রোহ আইনকে সম্পূর্ণভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে গণতন্ত্র আছে, সবার কথা বলার অধিকার আছে। ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অমিত শাহ সংসদে ৩টি বিল পেশ করেছেন। নতুন বিলে রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। বাতিল হবে ব্রিটিশ জমানার 'রাষ্ট্রদ্রোহ আইন', বিরাট বদল আসতে চলেছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায়। ১৯৮০সালের ইন্ডিয়ান পেনাল কোডের বদলে 'ভারতীয় ন্যায় সংহিতা' আনার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেই সঙ্গে 'কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর'-এর জায়গায় আসতে চলেছে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা'। এই আইন গুলি ব্যাখ্যার মাঝেই দেশ থেকে রাষ্ট্রদোহ আইন তুলে নেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, 'গত বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে, দেশে দাসত্বের সমস্ত পুরানো নিদর্শনগুলি মুছে ফেলা হবে। এরই ধারাবাহিকতায় আমরা ব্রিটিশ আমলে প্রণীত তিনটি দণ্ডবিধি এবং ঔপনিবেশিকতার নিদর্শন চিরতরে পরিবর্তনের জন্য সংসদে একটি বিল পেশ করছি। এই তিনটি বিল আমাদের পাঁচটি প্রতিজ্ঞার একটি পূরণ করতে চলেছে'।

'তিনটি নতুন বিল আনলেন অমিত শাহ'
লোকসভায়, অমিত শাহ ইন্ডিয়ান জুডিশিয়াল কোড বিল, 2023 পেশ করেন; দ্য ইন্ডিয়ান এভিডেন্স বিল, 2023; এবং ভারতীয় সিভিল ডিফেন্স কোড বিলটি হাউসে আলোচনার জন্য পেশ করা হয়। তিনি বলেন, তিনটি আইন পরিবর্তন হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার (১১ আগস্ট ) ভারতীয় ফৌজদারি আইনের আমূল পরিবর্তন করে তিনটি বিল পেশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যখন আমি এই বিল এনেছি, তখন স্বাধীনতার অমৃত মহোৎসব শেষ হতে চলেছে এবং দেশে অমৃত কাল শুরু হতে চলেছে। তিনটি নতুন বিল পেশ করে অমিত শাহ বলেন, '১৮৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ব্রিটিশদের তৈরি আইন অনুসারে চলছিল। তবে এই তিনটি আইনে বদল আনা হবে এবং দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এই তিন বিল আগের তিনটি ঔপনিবেশিক আইনের অবসান ঘটাবে।

amit shah
Advertisment