নাড্ডার পর এবার ডিসেম্বরেই দু'দিনের বঙ্গ সফরে অমিত শাহ

নভেম্বরে বাঁকুড়া, উত্তর২৪ পরগনা ও কলকাতায় কর্মসূচি ছিল তাঁর। তবে এবার সাংগঠনিক কাজে শাহ উত্তরবঙ্গে যেতে পারেন।

নভেম্বরে বাঁকুড়া, উত্তর২৪ পরগনা ও কলকাতায় কর্মসূচি ছিল তাঁর। তবে এবার সাংগঠনিক কাজে শাহ উত্তরবঙ্গে যেতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পর চলতি মাসেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮ তারিখ কলকাতায় পৌঁছালেও আগামী ১৯ ও ২০ ডিসেম্বর তাঁর বাংলা সফরের কথা। জানিয়েছেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। একুশের নির্বাচনে বাংলা দখলই এখন চ্যালেঞ্চ গেরুয়া শিবিরের। লক্ষ্যপূরণে সর্বশক্তি ঝাঁপাচ্ছে পদ্ম বাহিনী। বিজেপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রীদের আখছাড় এ রাজ্যে আনাগোনা তারই প্রকাশ বলে মনে করা হচ্ছে।

Advertisment

গত মাসের প্রথম সপ্তাহেই দু’দিনের রাজ্য সফরে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও কলকাতায় কর্মসূচি ছিল তাঁর। তবে এবার সাংগঠনিক কাজে শাহ উত্তরবঙ্গে যেতে পারেন বলে সূত্রের খবর। তবে, দলেরই একাংশ জানিয়েছেন, এবার বীরভূম ও উত্তর ২৪ পরগানায় তাঁর কর্মসূচি থাকছে। তবে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের দিনক্ষণ এদিনই চূড়ান্ত হয়েছে।

নভেম্বরে বাংলায় এসে রাজ্য সংগঠনকে যে ২৩ দফা কর্মসূচি দিয়েছিলেন শাহ তা কতটা এগোল, সেসব রিপোর্টও নিতে পারেন তিনি। মোটের উপর উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের সংগঠন এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছে, তা দেখাই অমিত শাহর সফরের মূল লক্ষ্য।

Advertisment

উল্লেখ্য, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীর জেপি নাড্ডার কনভয় হামলার মুখে পড়েছিল। এ নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। হামলা নিয়ে নিজেই অমিত শাহকে নালিশ জানিয়েছিলেন জেপি নাড্ডা। সেইমতো স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। তার দিন দশেকের মধ্যে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এ রাজ্যে আগমন যথেষ্ট তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp amit shah