Advertisment

শাহের সভার আগেই শহরে গ্রেফতার দুই বিজেপি সাংসদ

শনিবার সিএএ সমর্থনে প্রচারে বেরিয়ে বেহালার শীলপাড়া থেকে গ্রেফতার হলেন বিজেপির দুই সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah meeting in kolkata

অমিত শাহের সভার আগেই এই গ্রেফতার ঘিরে উঠছে প্রশ্ন

এখনও শহরে পা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার শহিদ মিনারে সিএএ সমর্থনে সভা করবেন তিনি। তাঁর আগেই শনিবার সিএএ সমর্থনে প্রচারে বেরিয়ে বেহালার শীলপাড়া থেকে গ্রেফতার হলেন বিজেপির দুই সাংসদ সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে বেহালা থানায়।

Advertisment

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে রবিবার শহিদ মিনারে সভা করবেন অমিত শাহ। তাঁর আগে শহরের বিভিন্ন জায়গায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতারা বাড়ি বাড়ি প্রচার করেছেন। শনিবার শহরের বড়বাজারে প্রচারে বেরিয়েছিলেন রাজ্যের সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, রাহুল সিনহা-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বেহালার শীলপাড়ায় বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ এই প্রচারের সময় পুলিশ তাঁদের বাধা দেয়। তাঁদেরকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এরপরই এই গ্রেফতারকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড বেধে যায়। সৌমিত্র খাঁ বলেন, "শীলপাড়ায় একজন বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। দেখা করাটাকে পুলিশ আটকে দিচ্ছে। পুলিশের না আছে কোনও আইন, না আছে কোনও কানুন। পশ্চিমবঙ্গে তৃণমূল দাঙ্গা করতে চাইছে।"

উল্লেখ্য, আসন্ন পুরসভা নির্বাচন আবহে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক তোপ দেগেছিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। বিজেপির এই নেতা বলেন যে আসন্ন নির্বাচনের প্রতিশ্রুতিবান বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে তৃণমূল সরকার। কিছুদিন আগে রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে বসে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, “পশ্চিমবঙ্গে পুর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটি নতুন কৌশল শুরু করেছে। যার মাধ্যমে আমাদের দলের প্রতিশ্রুতিবান তরুণ প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁদের জেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এমনকী তাঁদের চাপ দেওয়া হচ্ছে তৃণমূল শিবিরে যোগদান করার জন্য। আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব তাঁরা যেন এ জাতীয় কৌশল অবলম্বন না করে”।

Mamata Banerjee amit shah bjp
Advertisment