আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলায় রাষ্ট্রপতি শাসনের জল্পনা উস্কে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না।’
এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এর আগে দাবি উঠেছে ৷ সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের খুন সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন বাংলার বিজেপি নেতারা৷ বাংলার বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের এই দাবি কতটা সঙ্গত? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ বলেন, 'বিরোধী রাজনৈতিক দল দাবি করতেই পারে। কিন্তু, রাষ্ট্রপতি শাসন কোনও রাজনৈতিক দলের নেতার দাবি মেনে হয় না ৷ ভারতীয় সংবিধানে যে নিয়ম রয়েছে তা নিয়ম মেনেই একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ৷ কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে আগে রাজ্যপালের রিপোর্ট দেখতে হবে ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে হবে, তারপর রাষ্ট্রপতি শাসন জারি হয়। তবে, বাংলায় রাষ্ট্রপতি শাসনের মত ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে।' আর শাহের এই মন্তব্যেই এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা কয়েকগুন বেড়ে গিয়েছে।
তৃণমূল সরকারকে নিশানা করে শাহ বলেন, 'বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷ দুর্নীতি চরমে ৷ গোটা রাজ্যে পরিস্থিতি সাংঘাতিক খারাপ ৷ যেভাবে বিপক্ষের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, অন্য কোথাও এমন ঘটনা ঘটে না ৷ তবু আমরা নিজেদের লড়াই থেকে পিছনে হটব না এবং ভোটে জয়ী হব৷'
বছর ঘুলেই পশ্চিমবঙ্গে বিধানসবা ভোট। এবার বাংলার ক্ষমতা দখলই পদ্ম বহিনীর পাখির চোখ। কিন্তু এখনও বাংলায় বিজেপির মুখ নেই। আসবে সাফল্য? নরেন্দ্র মোদীর মুখেই যে বিজেপি ভোটে লড়বে, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়,'বাংলায় পরিবর্তন হবেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সে রাজ্যে বদল আসবে। নিশ্চিতভাবে মুখ থাকবে। তবে এখন তৃণমূলকে হঠানোই অগ্রাধিকার। ভোটের পর মুখ্যমন্ত্রী বছে নেওয়া হবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন