সিএএ-র সমর্থনে শহিদ মিনারে দুপুরে সভার পর সন্ধ্যায় সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মাঝে রবিবার তিনি কালীঘাটে পুজোও দেবেন। রবিবার সন্ধ্যায় ৬টায় রাজারহাটে এক হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারবেন শাহ। সূত্রের খবর, ওই বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন এবং রাজ্যের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। দলের রাজ্য সভাপতির নাম ঘোষণা হলেও এখনও কমিটি গঠন বা শাখা সংগঠনের নেতৃত্বের নাম ঘোষণা হয়নি। যদিও অমিত শাহর সভা নিয়ে বাম-কংগ্রেস ফের 'মোদী-দিদি' আঁতাতের তত্ব সামনে এনেছে। রবিবার বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বামেরা।
নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করেছিল বিজু জনতা দল। শুক্রবার সিএএ-র সমর্থনে অমিত শাহর জনসভা নিয়ে পরশী রাজ্যে তেমন কোনও বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়নি ওড়িশা বিজেপিকে। দিল্লিতে হিংসার পর ওড়িশায় সভা করার পর রবিবার কলকাতাকেই বেছে নিয়েছেন অমিত শাহ। এখানে সভার অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস-সিপিএম রেরে করে উঠেছে। অমিত শাহর সভার প্রতিবাদে কলকাতা জুড়ে বিক্ষোভ মিছিল করবে বামেরা। এরইমধ্যে ওড়িশায় ভুবনেশ্বরে আন্ত:রাজ্য পরিষদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বঙ্গ বিজেপি এসব বিষয়কে পাত্তা দিতেই নারাজ।
আরও পড়ুন: এবার দিল্লি মেট্রোয় ‘গোলি মারো’ স্লোগান
সিপিএম কলকাতার ৯টি জায়গায় বিক্ষোভ দেখাবে রবিবার। দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ছাত্র-যুবদের ১ মার্চ পথে নামার ডাক দিয়েছেন। বাম ছাত্র-যুবরা সকাল ১০টায় এয়ার পোর্ট ১নম্বর গেটে বিক্ষোভে সামিল হবে বলে জানিয়ে দিয়েছে। ওই দিন সাড়ে দশটায় কোয়েস্ট মল এলাকায় বিক্ষোভ দেখাবে তাঁরা। এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, "কলকাতা ছাড়া জেলা স্তরেও বিক্ষোভ প্রদর্শন চলবে।" বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কটাক্ষ, "দলে ১০টা লোক নেই। বিক্ষোভ দেখাবে! ওই দিন রাস্তায় শুধু বিজেপি কর্মী-সমর্থকরা থাকবে।"
আরও পড়ুন: শাহের সঙ্গে এনআরসি-এনপিআর-সিএএ নিয়ে কথা হয়নি: মমতা
সংশোধিত নাগরিকত্ব আইন হওয়ার পর বাংলা উত্তাল হয়েছে। এখনও পার্ক সার্কাস সহ কলকাতার নানা জায়গায় অবস্থান-বিক্ষোভ চলছে। সামনেই রাজ্য বিভিন্ন পুরসভায় নির্বাচন। ২০২১-এ রয়েছে বিধানসভা নির্বাচন। সিএএ, এনআরসি ও এনপিআর আবহের মধ্যে রাজ্যের তিন বিধানসভা আসনের উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। রাজনৈতিকমহলের মতে, রাজ্যব্যাপী সিএএ-র সমর্থনে প্রচার সত্বেও বিজেপি এখানে স্বস্তিতে নেই। তাই শহিদ মিনারের সভায় সিএএ-র সমর্থনে বক্তব্য রাখবেন অমিত শাহ। তাছাড়া সাংগঠনিক বৈঠকেও সিএএ নিয়ে আলোচনা হবে।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে ১৫ মে অমিত শাহর ব়্যালিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কলকাতা। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এবার দিল্লতে হিংসার আবহের পর সভা কলকাতায়। তাই বাড়তি সতর্ক কলকাতা পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন