বাতিল শাহী সফর, বদলে যোগদান মেলায় কে?

বাংলায় গ্রহণযোগ্যতা রয়েছে এমন কোনও প্রথম সারির সর্বভারতীয় দলীয় নেতাকেই শাহের বদলে রবিবার ডুমুরজলায় হাজির করানোর চেষ্টা চালাচ্ছে বঙ্গ বিজেপি নেতারা।

বাংলায় গ্রহণযোগ্যতা রয়েছে এমন কোনও প্রথম সারির সর্বভারতীয় দলীয় নেতাকেই শাহের বদলে রবিবার ডুমুরজলায় হাজির করানোর চেষ্টা চালাচ্ছে বঙ্গ বিজেপি নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহের বঙ্গ সফর বাতিল হল। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরেই শাহের পশ্চিমবঙ্গে আসা বাতিল হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

Advertisment

শুক্রবার রাতে কলকাতা পৌঁছনোর কথা ছিল অমিত শাহের। শনি ও রবিবার তাঁর ঠাসা রাজনৈতিক কর্মসূচি ছিল। রবিবার হাওড়ার ডুমুরজলায় শাহের উপস্থিতিতে বিজেপির যোগদান মেলা ঘিরে কৌতুহল ছিল তুঙ্গে। বিজেপি সূত্রে খবর, এই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়ার মতো তৃণমূল বিধায়ক সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা রয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছে, শনিবার বিজেপির এ রাজ্যে শাহের সহ কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে দলের যোগদান মেলা হবে। এক্ষেত্রে শাহের বদলে অন্য কোনও হেভিওয়েট নেতৃত্ব ডুমুরজলার ওই সভায় উপস্থিত থাকতে পারেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, এক্ষেত্রে রবিবারের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বদলে উপস্থিত থাকতে পারেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা বা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে, বাংলায় গ্রহণযোগ্যতা রয়েছে এমন কোনও প্রথম সারির দলীয় নেতাকেই রবিবার ডুমুরজলায় হাজির করানোর চেষ্টা চালাচ্ছে বঙ্গ বিজেপি নেতারা।

Advertisment

নয়া দিল্লির বুকে বিটিং রিট্রিট অনুষ্ঠান চলছিল। সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিরা। তার মধ্যেই শুক্রবার বিকেলে নয়া দিল্লির আব্দুল কালাম সরণিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণ ঘটে। কম তীব্রতার সেই বিস্ফোরণে তিনটি গাড়ির কাচ ভাঙলেও কেউ হতাহত হননি। এই ঘটনার তদন্তে নামে এনআইএ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp amit shah West Bengal