Advertisment

দিল্লি পুরনির্বাচনে আপ-নির্ভর না আত্মনির্ভর হবেন বেছে নিন, বাসিন্দাদের আহ্বান শাহর

দিল্লিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah west bengal visit updates

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আপ-নির্ভর না আত্মনির্ভর হবেন, সেটা বেছে নিন। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এমসিডি নির্বাচন উপলক্ষে বাসিন্দাদের কাছে এমনই আহ্বান জানালেন বিজেপি নেতা অমিত শাহ। দিল্লির তুঘলকাবাদে এমসিডির তেহখণ্ড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করে শাহ বলেন, 'দিল্লির বাসিন্দাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তাঁরা পরবর্তী এমসিডি নির্বাচনে আপ-নির্ভর না আত্মনির্ভর হতে চান? আপ দিল্লিকে আপ-নির্ভর করতে চায়। অরবিন্দ কেজরিওয়াল মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিদিন সাংবাদিক বৈঠক করেন। আর, এমসিডিতে বিজেপি ক্ষমতায় এলে জাতীয় রাজধানীকে তার মর্যাদায় তুলে ধরার চেষ্টা করবে। ২০২৫ সালের মধ্যে দিল্লিতে দৈনিক বর্জ্যের ১০০ শতাংশ থেকে বিদ্যুৎ উৎপাদন হবে।'

Advertisment

শাহ অভিযোগ করেন যে আপ সরকার কর্পোরেশনকে বিশেষ একটা গুরুত্ব দেয় না। তাকে কাজ করতে দেয় না। তিনি বলেন, 'আমি কেজরিওয়ালজিকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি সব কর্পোরেশনকে কেন এক করে দিতে চান? কারণ, আপনি কর্পোরেশনের বকেয়া ৪০ হাজার কোটিরও বেশি টাকা এখনও পর্যন্ত দেননি। আপনার শর্ত কর্পোরেশন মানেনি। তাই আপনি কর্পোরেশনকে কাজই করতে দিচ্ছেন না। তাই দিল্লিতে বর্জ্য বাড়ছে।'

আরও পড়ুন- ২০১৪-র টেট উত্তীর্ণদের পাল্টা এবার ২০১৭-র চাকরিপ্রার্থীরা, সল্টলেকে হুলস্থূল, অনশনের হুঁশিয়ারি

শাহ দাবি করেন, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযান দেশজুড়ে সুফল দিয়েছে। তুঘলকাবাদে এমসিডির তেহখন্ড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করে শাহ বলেন যে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযান প্রকল্পের সুফল। তিনি দাবি করেন, বর্জ্য পুনরায় কাজে লাগানোর মাধ্যমে জলাজমি ভরাটের চেষ্টা বন্ধ করা গিয়েছে।

শাহ বলেন, 'বর্জ্য সংগ্রহের জন্য কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে আসাম পর্যন্ত একটি বৈজ্ঞানিক নেটওয়ার্ক চালু করা হয়েছে। স্বচ্ছতা অভিযানের ফল হল, আপনি যে রাস্তাতেই যান চকলেটের মোড়ক ডাস্টবিনেই ফেলবেন।' দিল্লির আপ সরকারকে শাহ দূষণ বৃদ্ধির জন্য কাঠগড়ায় তুললেও, কেজরিওয়াল প্রশাসন অবশ্য দূষণ নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নিয়েছে। এমনকী, জোড়-বিজোড় গাড়ি চলাচলের ব্যবস্থাও চালু করেছিল বলেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

Read full story in English

AAP Election amit shah
Advertisment