scorecardresearch

মুসলিম তোষণ নিয়ে ভোটমুখী কর্ণাটকে কংগ্রেসকে তোপ শাহর, প্রার্থীতালিকা ভোট ঘোষণার পর

বিজেপি সরকার ৪% সংরক্ষণ তুলে দেওয়ায় আদালতে যাচ্ছেন মুসলিম নেতৃত্ব।

Amit Shah during the inauguration of Gorata Martyrs' Memorial and statue of Sardar Vallabhbhai Patel

নির্বাচনমুখী কর্ণাটকে উন্নয়নের পাশাপাশি হিন্দুত্ববাদকে জাগিয়ে রাখতে মরিয়া গেরুয়া শিবির। এবার তারই প্রতিফলন দেখা গেল মোদী সরকারের নম্বর টু অমিত শাহর ভাষণে। শনিবারই বিজেপির মহাতারকা প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে কর্ণাটকের উন্নয়নের হয়ে গলা ফাটিয়েছিলেন। কেন্দ্রের পাশাপাশি, কর্ণাটকেও বিজেপি থাকায় দক্ষিণের রাজ্যে কী দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে, বক্তব্যে বোঝানোর চেষ্টা করেছিলেন।

তার পরই কর্ণাটকের প্রচারে মোদীর ডানহাত বলে পরিচিত অমিত শাহ তুললেন হিন্দুত্ববাদের প্রসঙ্গ। যার ভিত্তি মুসলিম-বিদ্বেষ। শাহ তাঁর বক্তব্যে অভিযোগ করেছেন যে, কংগ্রেস দীর্ঘদিন ধরে মুসলিম তোষণ করেছে। ভোটমুখী কর্ণাটকে এই ভাবে হিন্দুভোটকে কাছে পাওয়ার চেষ্টা করেই শাহ ক্ষান্ত হননি। রাজ্যের দুই প্রভাবশালী সম্প্রদায় লিঙ্গায়েত আর ভোক্কালিগার সমর্থন পাওয়ারও চেষ্টা করেছেন। এজন্য, দ্বাদশ শতাব্দীর সমাজ সংস্কারক বসভেশ্বরা এবং ‘বিধান সৌদ’-এ বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা ‘নাদপ্রভু’ কেম্পেগৌড়ার মূর্তি উন্মোচনও নিজের কর্মসূচিতে রেখেছেন। মূর্তি উন্মোচন রাজনীতি দক্ষিণ এবং পশ্চিম ভারতে বহুল প্রচলিত। এর আগে গুজরাটে বিরাট উচ্চতার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেও জনতার মনজয়ের চেষ্টা করেছে বিজেপি।

তবে শুধু শাহর কথার কথা নয়। হিন্দুত্ববাদকে উসকে দিতে টুবি ক্যাটাগরিতে মুসলিমদের জন্য ৪% সংরক্ষণ ছিল, তা বাতিলও করেছে বিজেপি সরকার। এই পদক্ষেপের জেরে রাজ্যসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান রেহমান খানের নেতৃত্বে কর্ণাটকে মুসলিম সম্প্রদায়ের বিধায়ক ও নেতারা বৈঠক করেছেন। বিজেপির পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁরা আদালতে যাওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে শিবাজিনগরের বিধায়ক রিজওয়ান আরশাদ বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে মাননীয় আদালত হস্তক্ষেপ করবে। আর, সরকারকে তার সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করাবে।’

আরও পড়ুন- আহত পাখির সঙ্গে বন্ধুত্ব করে যোগী সরকারের কুনজরে মুসলিম যুবক, দায়ের মামলা

এই পরিস্থিতিতে রবিবার সাংবাদিকরা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, তাঁদের প্রার্থীতালিকা কবে প্রকাশিত হবে? কারণ, ইতিমধ্যেই শোনা যাচ্ছে, একাধিক আসনে দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বহু নাম জমা পড়েছে। তার জেরে কয়েকজন বর্তমান বিধায়কের নাম বাদও পড়তে পারে। যা নিয়ে বিজেপির অভ্যন্তরে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বুঝিয়ে দিয়েছেন, প্রার্থীতালিকা ঘোষণার বিষয়ে তাঁরা একটু ধীর পদক্ষেপ করতে চান। বোম্মাই বলেন, ‘আগে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হোক। তারপর প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।’ কংগ্রেস অবশ্য ইতিমধ্যেই তাদের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করে দিয়েছে। তাতে ১৪৩ জনের নাম রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Amit shah says that reservation for muslims due to congress appeasement politics