‘আর নয় অন্যায়, এই স্লোগানেই বাংলায় পরিবর্তন হবে’, উনিশের নির্বাচনে ১৮টি আসনে পদ্মফুল ফুটিয়ে শহিদ মিনারের সভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের কার্যত দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। ‘‘বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে, কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রের হাতেই থাকবে শাসনভার’’, রবিবার শহিদ মিনারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে এমনটাই বলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি। মমতাকে তুলোধনা করে শাহর হুঁশিয়ার, ‘‘যা ইচ্ছে করুন, আমাদের আটকাতে পারবেন না মমতাদিদি’’।
একনজরে পড়ে নিন অমিত ভাষণ...
* বিজেপির জামানত সামলে রাখার কথা বলতেন মমতাদি। কিন্তু বাংলায় একুশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে, কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রই আগামীদিনের মুখ্যমন্ত্রী হবেন।
* বাংলায় সুন্দর পদ্মফুল ফুটবে, যেখানে বসে থাকবেন মা লক্ষ্মী, বাংলার উন্নয়ন হবে।
* আর নয় অন্যায়, এই স্লোগানেই বাংলায় পরিবর্তন হবে।
*দিদিকে বলো প্রচার করছেন মমতাদি। বাংলার ঘরে ঘরে ঘুরছেন। দিদি, আর নয় অন্যায়। দিদিকে বলো প্রচারে এটা বলুন আপনারা।
* মতুয়াদের নাগরিকত্ব দেওয়ায় মমতার আপত্তি কেন?
আরও পড়ুন: ‘দিদিকে বলুন, আর নয় অন্যায়’, মমতাকে তুলোধনা শাহের
শহিদ মিনারের সভায় অমিত শাহ। ছবি: টুইটার।
আরও পড়ুন: ‘অমিত শাহের হাতে রক্তের দাগ’, কলকাতাজুড়ে তুমুল বিক্ষোভ
* মোদীজি একা বাংলায় উন্নয়ন করতে পারবেন না। মমতা সরকার মোদীজির উন্নয়নকাজে বাধা দিচ্ছেন। আমাদের ৫ বছর দিন, আমরা সোনার বাংলা গড়ব।
*মমতার শাসনে সোনার বাংলা পিছিয়ে গিয়েছে সবদিক থেকে। আমাদের সুযোগ দিন, আমরা সোনার বাংলা গড়ব। বিজেপির জয়যাত্রা উন্নয়নের যাত্রা।
* যতই সিএএ বিরোধিতা করুন না কেন, যা খুশি করুন না কেন, আমাদের রুখতে পারবেন না মমতাদি।
* মমতা-কংগ্রেস-সপা অযোধ্যায় মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন। ৩৭০ ধারা বাতিলের পদক্ষেপের বিরোধিতা করেছেন। এজন্য কি মমতাদিকে আপনারা ক্ষমা করতে পারবেন?
* সিএএ-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সকলকে নাগরিকত্ব দেওয়ার আইন এটা।
* ৪০ জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। বিজেপি নেতাদের কপ্টার নামাতে দেয়নি। এভাবে রোখা যাবে না আমাদের।
* লোকসভা নির্বাচনের পর প্রথমবার বাংলায় এলাম। মা কালীর এই মাটিকে প্রণাম করছি। বাংলার এই মহান মাটিকে প্রণাম করছি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন